Sunday, May 4, 2025

মমতার ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত: কংগ্রেসের কর্নাটক জয়ে বার্তা তৃণমূলের

Date:

বিজেপিকে পর্যুদস্ত করে কার্যত নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে চলেছে কংগ্রেস(Congress)। বিজেপির হারে খুশির জোয়ার বিরোধী শিবিরে। কংগ্রেসের সাফল্যের বিষয়টি নিশ্চিত হওয়ার পর টুইটে তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) জানালেন, তৃণমূল সুপ্রিমোর ফর্মুলাই কার্যকর হয়েছে কর্নাটকে(Karnataka)। অর্থাৎ যেখানে যে দল শক্তিশালী তাকেই সামনে রেখে লড়াই করা হোক। কর্নাটকের মাটিতে এটাই হয়েছে।

জাতীয় রাজনীতির আঙিনায় কোনও একটি দল, বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট গড়ার বরাবরই বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়ুক। বাকিরা সমর্থন করুক শক্তিশালী দলকে। তৃণমূল নেত্রীর সেই বার্তাই তুলে ধরে এদিন কুণাল ঘোষ টুইটারে লেখেন, “কর্ণাটকে এখনও পর্যন্ত যা অবস্থা, No vote to BJP শ্লোগান কাজ করছে। মানুষ রাজ্য বিজেপি ও দিল্লি থেকে আসা মুখগুলিকে প্রত্যাখ্যান করছেন।” পাশাপাশি তিনি জানান, “বিজেপি বিরোধীরা যে যেখানে শক্তিশালী, তাদের সামনে রেখেই বিকল্প জোট হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলার প্রাসঙ্গিকতা প্রমাণিত হচ্ছে।”

 

উল্লেখ্য, কর্ণাটকের ভোটের আগে ‘নো ভোট টু বিজেপি’-র বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেছিলেন, সাম্প্রদায়িক বিজেপিকে (BJP) ভোট দেবেন না। উন্নয়নের জন্য ভোট দিন। কিন্তু সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার ডাক দেননি তিনি। কংগ্রেসের ফলাফল স্পষ্ট হতেই মমতার এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর প্রশ্ন, নো ভোট টু বিজেপি বললেও কেন কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলেননি তৃণমূল সুপ্রিমো? পালটা কুণাল ঘোষের দাবি, তৃণমূল সভানেত্রী আগেও বলেছেন, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। কিন্তু কংগ্রেস বাংলায় তো বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। এর পাশাপাশি কর্নাটকে নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লেখেন, “বজরংবলির বদলে এলপিজিকে ভোট দেওয়ায় কর্ণাটককে ধন্যবাদ।”

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...

আইরিশ গাল্রফ্রেন্ডের সঙ্গে নতুন পথ চলা শুরু শিখর ধওয়ানের

নতুন সম্পর্কের পথে চলা শুরু শিখর ধওয়ানের(Shikhar Dhawan)। হ্যাঁ কয়েকদিন আগে তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়ে...

রাষ্ট্রপতি শাসন! রাজ্যপালের সামশেরগঞ্জ-রিপোর্ট বিজেপি-কে খুশি করতে, তোপ তৃণমূলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির প্রায় একমাস পার। জনজীবন স্বাভাবিক করে স্থানীয় মানুষ নিত্যদিনের কাজ থেকে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করেছে।...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version