Monday, August 25, 2025

বুকে পাথর চেপে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছাবার্তা মোদির

Date:

বিজেপির ঔদ্ধত্য ও আস্ফালনকে চূর্ণ করে কর্নাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস(Congress)। লোকসভার নির্বাচনের আগে কর্নাটকের এই নির্বাচনকে পাখির চোখ করে কন্নড়ভূমে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডারা। তারপরও বিজেপির(BJP) এমন শোচনীয় পরাজয়ে শোকের ছায়া গেরুয়া শিবিরে। এহেন পরিস্থিতিতে বুকে পাথর চেয়ে কর্নাটক জয়ে কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

শনিবার ভোটের ফলাফল একেবারে স্পষ্ট হওয়ার পর টুইট করে কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা। আশা করব মানুষের চাহিদা তারা পুরণ করবে।” পাশাপাশি দ্বিতীয় টুইটে মোদি লেখেন, “কর্নাটক নির্বাচনে যারা আমাদের সমর্থন করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। রাজ্যের সকল কার্যকর্তারা কঠোর পরিশ্রম করেছেন তাঁদের প্রশংসা করি। আগামী দিনে আর বড় পরিসরে আমরা কর্নাটকের সেবা করা সুযোগ পাব আশা রাখি।”

উল্লেখ্য, কর্নাটক নির্বাচনে প্রচারে গিয়ে লাগাতার বিভাজনের রাজনীতি চালিয়ে গিয়েছিলেন নিরেন্দ্র মোদি ও অমিত শাহরা। রাজনীতি হয়েছে বজরংবলীকে নিয়েও। মোদি জানিয়েছিলেন ডবল ইঞ্জিনের রাজ্যই উন্নয়নের চাবিকাঠি। যদিও ডবল ইঞ্জিনের ভাঁওতায় এবার আর পা দেননি কন্নড়বাসী। ১৮ সালে ঘোড়া কেনাবেচার সরকারকে যোগ্য জবাব দিয়ে এবার কংগ্রেসের হাত ধরেছেন জনতা।

শেষ পাওয়া খবরে কর্নাটকের ভোটের ফল যে পথে এগোচ্ছে তা হল, কংগ্রেস এগিয়ে ১৩৬ আসনে, বিজেপি এগিয়ে মাত্র ৬৪ আসনে, জেডিএস ২০ এবং অন্যান্য ৪ আসনে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version