Friday, December 19, 2025

“কলকাতা, ইটস too Hot” ! ২২ মিনিটের দাবাং শট ভাইজানের, কাঁপল সিটি অফ জয়

Date:

Share post:

শনিবার শহরে সলমনের swag! কে বলবে বয়স ষাটের দোরগোড়ায়, ইস্টবেঙ্গলের শতবর্ষে তিনি একাই মঞ্চ মাতালেন টানা ২২ মিনিট। যেন অপ্রতিরোধ্য, অফুরান এনার্জির ব্রম্ভান্ড মনে হল তাঁকে, বলি সুলতান, দর্শকের ভাইজান, বিনোদনের টাইগার সলমন খান যেন সেই ম্যাজিশিয়ান যার জন্য কানায় কানায় পূর্ণ হতে পারে ইস্টবেঙ্গল ক্লাবের (EastBengal Club Ground) ময়দান। তিনি যে বাস্তবেও দাবাং হিরো, ১৩ বছর পর এসে কলকাতাকে লাইভ প্রমাণ দিলেন সলমন(Salman Khan)। দ্য ব্যাং (দ্য ট্যুর রিলোডেড) একঝাঁক তারকাকে সামনে থেকে দেখার সুযোগ দিল ক্রীড়াপ্রেমী থেকে টলি জগতের সাধারণ থেকে সেলেবদেরও। বৈশাখী সন্ধ্যা যেন এক স্বপ্নের জগৎ তৈরি করল মহানগরীতে।

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ৬টায়। কিন্তু ৪টে থেকেই ক্লাব হাউসের সামনের রাস্তায় জনজোয়ার। মাঠ আজ মাতল বলি ওয়ার্ল্ডের একের পর এক দৃষ্টিনন্দন পারফরমেন্সের শটে। শুরুটা করলেন পূজা হেগড়ে (Puja Hegde)। আয়ুশ শর্মা (Ayush Sharma) এলেন রোমান্টিক লুকে। মাতিয়ে দিলেন জ্যাকলিন, ইউনিক এন্ট্রিতে ঘায়েল বাবার সঙ্গে কোলে উঠে সলমনকে দেখতে আসা বছর আটেকের মেয়েটাও। প্রভু দেবার ম্যাজিক তাল মেলালো বাংলা গান রঙ্গবতীর সঙ্গে। অবাক কলকাতা। ততক্ষণে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে উন্মাদনার পারদ ১০০ ডিগ্রিতে উঠে গেছে। সোনাক্ষি সিনহা সেলফি তুললেন দর্শকের সঙ্গে। তাঁকে একবার ছোঁয়ার জন্য ব্যাকুল দর্শকরা। বাংলায় কথা বললেন সবার সঙ্গে। এবার উত্তেজনার গরম চরমে উঠেছে। কাউন্টডাউন শুরু, মঞ্চে এলেন ৯০ এর বলিউডের রোমান্টিক ‘প্রেম’ । হাতে গিটার, মুখে সেই দুষ্টুমি মাখা হাসি। কলকাতা বলল লাভ ইউ সলমন! টানা ২২ মিনিট মঞ্চে যেন বিনোদন বিস্ফোরণের ওভারডোজ দেখল দর্শক। এত পরিশ্রমী, এত নিখুত এই বয়সেও, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

সলমনের অনুষ্ঠানকে জমিয়ে দিলেন মনীশ পলের পরিচালনা। এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে পারল না দর্শক। এই ট্যুরের আরও এক আকর্ষণ ছিল গুরু রন্ধাওয়ার গান। কেন এই গায়ক ট্রেন্ডিং বোঝা গেল।কিন্তু যার জন্য এত মানুষের আসা তিনি কি আর মঞ্চে আসবেন না? আবার এলেন , নাচলেন, জয় করলেন কলকাতার মন। কখনও নস্টালজিক ‘পহেলা পহেলা পেয়ার হ্যায় ‘, কখনও জগ ঘুমেয়া ‘- পারফরমেন্সের দ্বিতীয় ইনিংসে পূজা, জ্যাকলিন, সোনাক্ষীর সঙ্গে নিয়ে যে হ্যাংওভার তৈরি করলেন সলমন , তাকে ভাষায় ফুটিয়ে তোলা মুশকিল।

অনুষ্ঠানের শেষে বলি সুলতানকে রাজ্যের তরফে সংবর্ধনা জ্ঞাপন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস , বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পূর্ব নির্ধারিত সূচি মেনেই সলমনকে আজীবন সদস্য পদ দেয় ইস্টবেঙ্গল ক্লাব। সঙ্গে ২৭ নম্বর লাল হলুদ জার্সি, স্মারক সহ ভালবাসার বন্যা। আপ্লুত সলমন স্বয়ং। রাত গভীর হচ্ছে, ঘড়িতে চোখ পড়ছে না কারোর, সবার ফোকাস কেড়েছেন একজনই। সলমন ম্যানিয়ায় ডুবল রাতের কলকাতা।

আরও পড়ুন- ‘হাত’-এর জোরে দক্ষিণে গেরুয়া সাফ, ২৪-এর কুর্সি বাঁচাতে লোকসভা এগিয়ে আনার ভাবনা মোদির

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...