Friday, August 29, 2025

রবিবার ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদে তল্লাশি চালাল সিবিআই। একাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় জানতেই হানা দিয়েছে সিবিআই। এদিন সিবিআই–এর চারজন প্রতিনিধিদল হাজির হন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। রবিবার দুপুরে সিবিআই অফিসাররা সল্টলেকের ডিরোজিও ভবনে পর্ষদের অফিসে অভিযান চালান।

এসএসসি এবং গ্রুপ–ডি’‌র নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে নিবেদিতা ভবনে উপস্থিত হন গোয়েন্দারা।এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলার তদন্ত করতে গিয়ে এসএসসি’‌র অফিসে চার অফিসার এসে পৌঁছন। তাঁরা সল্টলেকের নিবেদিতা ভবনের তিন এবং চারতলায় তল্লাশি চালাচ্ছেন। জানা গিয়েছে, পর্ষদের অফিস থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন সিবিআই অফিসাররা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেও দেখা গিয়েছে নিবেদিতা ভবনে তদন্ত চালিয়েছেন গোয়েন্দারা। এবার তদন্তে আরও তথ্য উঠে আসে। তাই আজ ফের তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। কারা নিয়োগ করেছেন?‌ কীভাবে নিয়োগ করা হয়েছে?‌— এই সমস্ত বিষয়ে জানতেই পর্ষদ অফিসে গিয়েছে সিবিআই। ২০২২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসাররা।

এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা–সহ একাধিক উচ্চপদস্থ অফিসার। এমনকী রেহাই পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শনিবার কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয়েছিল পর্ষদের এক উচ্চপদস্থ অফিসার পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। আর তারপরই রবিবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই অফিসাররা।

 

 

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version