Saturday, January 10, 2026

মোকার প্রভাব না পড়লেও, বাংলায় আসছে জোড়া কালবৈশাখী!

Date:

Share post:

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) নিয়ে অনেক জল্পনার পর অবশেষে তা তীব্র ঘূর্ণিঝড় (Cyclone) হয়ে প্রায় ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে মায়ানমারে আছড়ে পড়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার কিছু সময় পর থেকেই শুরু হয় ল্যান্ডফল। শেষ খবর পাওয়া অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূল দিয়ে বয়ে যাচ্ছে মোকা (Mocha) । ঝড়ের তান্ডবে বিধ্বস্ত মায়ানমার উপকূল ।এই এলাকায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। যদিও বঙ্গবাসী এর ছিটেফোটাও টের পাননি। উল্টে গরম এত বেড়েছে যে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থেকেছে আট থেকে আশি। তবে এবার জোড়া কালবৈশাখীর বিপদ ঘনাচ্ছে বাংলার আকাশে। সতর্ক করছে হাওয়া অফিস (Alipore Weather Department)।

প্রচন্ড গতি নিয়ে স্থলভাগে ঝাঁপিয়ে পড়ার আগেই সব জলীয়বাষ্প টেনে নিয়েছে মোকা (Cyclone Mocha)। খুব স্বাভাবিকভাবেই বাংলার চোখে আপাতত এই ঘূর্ণিঝড় ভিলেনের ভূমিকা নিয়েছে। তীব্র তাপ প্রবাহ আর অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। জেলায় জেলায় তাপমাত্রা পারদ গত কয়েকদিনে একাধিকবার ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মোকার জন্য চলতি মরশুমে আন্দামানে আগেই প্রবেশ করবে বর্ষা। বঙ্গের বরাত বদল হবে আগামী ১৬ তারিখ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৬ মে থেকে ২০ মে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অপরদিকে, দক্ষিণবঙ্গে ১৭ মে থেকে ২০ মে দক্ষিণবঙ্গে কলকাতা সব বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জোড়া কালবৈশাখী দুয়ারে অপেক্ষা করছে। কিন্তু তার আগের দুদিন অসম্ভব গরমে কষ্ট বাড়বে।

 

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...