Saturday, August 23, 2025

প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট। এদিন বেলা ৩টে নাগাদ ফল প্রকাশ করে দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE)। ICSE-তে পাশের হার ৯৮.৯৪% এবং ISC-তে পাশের হার ৯৬.৯৩%।শনিবারই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন জানায়, রবিবার দুপুরেই ফল প্রকাশ করা হবে। cisce.org, results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সেইমতো প্রকাশিত হল ICSE এবং ISC- র রেজাল্ট ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাচ্ছে । এবছর ISC দ্বাদশের পরীক্ষায় ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়ে টপার হয়েছে রিয়া আগরওয়াল। এরপরই রয়েছে ইপ্সিতা ভট্টাচার্য। তিনিও ওই একই নম্বর পেয়েছেন। অন্যদিকে, ICSE দশমের পরীক্ষায় ৯৯.৮০ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় সেরা হয়েছে রুশিল কুমার।

প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই বছর বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যে শিক্ষার্থীরা তাঁদের ফলাফল নিয়ে খুশি নন তাঁরা আগামী ২১ মার্চ পর্যন্ত বোর্ডের ওয়েবসাইট বা স্কুলের মাধ্যমে পুনরায় পরীক্ষা করার জন্য আবেদন করতে পারেন বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ICSE-তে উত্তরে তুলনায় দক্ষিণে পাশের হার সামান্য বেশি।২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় আইসিএসইর পরীক্ষা। চার মাস পরে ফল প্রকাশ।এ বছর ১৩ ফেব্রুয়ারি থেকে আইএসসি-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। রিভিউ এর জন্য ICSE ছাত্রদের প্রতি পেপারে ১০০০/ করে দিতে হবে এবং ISC ছাত্রদের প্রতি বিষয়ের জন্য ১০০০/ দিতে হবে।

 

Related articles

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...
Exit mobile version