Saturday, May 3, 2025

দক্ষিণের একমাত্র রাজ্যেও সলতে নিভল নরেন্দ্র মোদি-অমিত শাহদের। কন্নড়ভূমেও ডাহা ফেল বিজেপির (BJP) ডাবল ইঞ্জিন (Double Engine)। চব্বিশের লোকসভা ভোটের আগে যা গেরুয়া শিবিরে মোক্ষম ধাক্কা। পাশাপাশি কর্ণাটকে (Karnataka) বিজেপির বিপর্যয়ের পরই কেন্দ্রে বিকল্প জোট গঠনের ভাবনা শুরু বিরোধী দলের। কংগ্রেসের (Congress) একটা বড় জয় একছাতার তলায় নিয়ে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজেপি এবং কংগ্রেস শিবির থেকে সমদূরত্ব বজায় রাখছিলেন যে ওড়িশার বিজু জনতা দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Nabin Pattanayek)। কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বহুবার গাঁটছড়া বাঁধা সেই নবীন পট্টনায়কের গলাতেও বিরোধিতার সুর। কর্ণাটকের ফলাফল বেরোতেই কটাক্ষ করে বললেন, “সরকার ডবল ইঞ্জিন নাকি সিঙ্গল ইঞ্জিন, সেটা কোনও ব্যাপারই নয়। ভাল প্রশাসনটাই আসল।”

কর্ণাটকের পাশাপাশি ওড়িশার একটি আসনে উপনির্বাচনেও হারতে হয়েছে বিজেপিকে। ওই আসনে গেরুয়া শিবিরকে পর্যুদস্ত করেছে নবীন পট্টনায়েকের দল বিজেডি (BJD)। জয়ের পরই ওড়িশার মুখ্যমন্ত্রী বলছিলেন,”সরকার সিঙ্গল ইঞ্জিনের নাকি ডবল ইঞ্জিনের, সেটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়। মানুষের কাছে গুরুত্বপূর্ণ শুধু সুশাসন। সবসময় সুশাসনেরই জয় হবে।” পট্টনায়েকের এই মন্তব্য যে বিজেপি বিরোধীদের পালে হাওয়া দিল তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...
Exit mobile version