Wednesday, November 12, 2025

কর্ণাটকে বিরাট মার্জিনে জয় হিজাব নিষেধাজ্ঞা বিরোধিতার মুখ কংগ্রেসের ফতিমা

Date:

২০২৪ লোকসভা ভোটের আগে দেশজুড়ে ক্রমশ ফিকে হচ্ছে গেরুয়া। বিগত ৫ বছরে ১৫টি রাজ্যে হারতে হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের দলকে। এবার দক্ষিণের একমাত্র রাজ্য কর্ণাটক থেকেও ক্ষমতাচ্যুত বিজেপি। কন্নড়ভূমে মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন। হারতে হয়েছে ১১জন মন্ত্রী তথা হেভিওয়েট নেতাকে। মোদি-শাহ কর্নাটক ভোটের প্রচারে পশ্চিমবঙ্গের মতো কার্যত ডেইলি পাসেঞ্জারি করেও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ। উধাও মোদি ঝড়, বরং দেশজুড়ে ‘নো ভোট টু বিজেপি’ এখন জনপ্রিয়।

এবার কর্ণাটকে অন্যতম ইস্যু ছিল হিজাব নিষেধাজ্ঞা। বিজেপি সরকারের মন্ত্রী বিসি নাগেশ ছিলেন হোতা। তিনিও গো-হারা হেরেছেন। এবারের নির্বাচনে হিজাব ইস্যু যে বড় ভূমিকা নিতে পারে তেমনটাই মনে করছিল রাজনৈতিক মহল। কংগ্রেসের ফতিমা শেখ বিজেপির চন্দ্রকান্ত বি পাতিলকে হারিয়ে কর্ণাটক বিধানসভায় একমাত্র মুসলিম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি হিজাব নিষেধাজ্ঞার বিরোধী আন্দোলনের মুখ ছিলেন।

হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন ফতিমা সামনে থেকে বিরোধিতায় নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, এই নিষেধাজ্ঞা মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের শিক্ষার অধিকারকে অস্বীকার করা হচ্ছে। এবারের ভোটে তিনি ছিলেন কংগ্রেসের ৮ মুসলিম প্রার্থীর অন্যতম। শেষ পর্যন্ত ৪৩ শতাংশেরও বেশি ভোট একা পেয়ে বাজিমাত করেছেন ফতিমা।

উল্লেখ্য, কর্ণাটক সরকার গত বছর ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপ্পি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের রূপ ধারণ করেছিল।

 

 

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version