অ্যাম্বুল্যান্সের বেশি ভাড়া, সন্তানের মৃ.তদেহ ব্যাগে নিয়ে হাঁটলেন বাবা!

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের (Kaliagang, North Dinajpur) ঘটনায় রীতিমতো অবাক নেট দুনিয়া। অ্যাম্বুলেন্সের ভাড়া দেবার সামর্থ্য নেই, তাই সন্তানের মৃতদেহ ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটলেন অসহায় বাবা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা (Ashim Deb Sharma)। তাঁর পাঁচ মাসের দুই যমজ পুত্রসন্তান। গত রবিবার একইসঙ্গে তাঁর দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে। একের পর এক হাসপাতাল অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে সন্তানদের ভর্তি করান তিনি। শুরু হয় চিকিৎসা। এক শিশু সুস্থ হলেও আর একজনকে বাঁচানো সম্ভব হয়নি। শনিবার মৃত্যুর পর সন্তানকে নিয়ে আরেক লড়াই শুরু করলেন বাবা। মাত্র ২২০ কিলোমিটার পথ যেতে অ্যাম্বুলেন্স চাইলো ৮০০০ টাকা , এও কি সম্ভব? এরপর বাবা ব্যাগে ভরলেন মৃত শিশুর দেহ, সাক্ষী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ঘটনার কথা দ্রুত ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত টোটো ভাড়া ২৫ টাকা, সেখানে অসহায় বাবা খরচ করলেন ২০০ টাকা। কোনওক্রমে শিলিগুড়ি থেকে বাসে রায়গঞ্জে পৌঁছন অসীম দেবশর্মা। সেখান থেকে যান কালিয়াগঞ্জ। এরপর কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড় থেকে ডাঙ্গিপাড়ার বাড়ি পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা অ্যাম্বুল্যান্সে যান তিনি। মর্মান্তিক এই ঘটনায় দুচোখ জলে ভিজেছে অসীম দেবশর্মার।

 

Previous articleসিকিওরড ভ্যালু ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এজেন্সির টাকা লোপাট, কিনারা করল শ্রীরামপুর পুলিশ
Next articleরাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড আরসিবি অধিনায়কের