Friday, November 14, 2025

“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও

Date:

কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ার পর এবার কুড়মিদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন বিজেপি সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।সোমবার বিক্ষোভের পর রীতিমত কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, “বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” এমনকি কুড়মিদের আন্দোলন চলাকালীন কুড়মিদের চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।এরপরই দিলীপকে নিশানা করে কুড়মিদের প্রতিনিধি বলেন, কাদের চাল-ডাল পাঠিয়েছিলেন দিলীপ, তা প্রকাশ্যে বলুক দিলীপ ঘোষ। ” নাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে”।

আরও পড়ুন:“আমার দলের নেতারা কাপড় খুলে দেবে”, মুখ্যমন্ত্রীকে নিয়ে অ*শালীন মন্তব্য দিলীপের
প্রসঙ্গত, রবিবার কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। লালগড়ে এক দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। লালগড় যাওয়ার পথে বামাল এলাকায় তাঁর পথ আটকান কুড়মি সমাজের প্রতিনিধিরা। কুড়মিরা পথ আটকানোয় গাড়ি থেকে নেমে আসেন দিলীপ ঘোষ। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। তখনই কুড়মি সমাজের প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসা করেন,জনপ্রতিনিধি হিসাবে কুড়মিদের দাবিদাওয়া নিয়ে তাঁর ভূমিকা কী? সে ব্যাপারে দিলীপের থেকে বার বার প্রতিক্রিয়া চাইতে থাকেন বিক্ষোভকারীরা। কুড়মিদের প্রশ্নের উত্তর দিতে না পারলেও সোমবার সকালে চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ কুড়মিদের হুঁশিয়ারি দিয়ে বলেন,”বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পেছনে লাগতে এসো না।” খেমাশুলিতে আন্দোলনের সময় চাল-ডাল পাঠিয়েছিলেন বলেও জানান বিজেপি সাংসদ।
দিলীপের এই দাবি মানতে নারাজ কুড়মি আন্দোলনের নেতৃত্বরা। সংসদের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন কুড়মি সমাজের নেতৃত্বরা। কুড়মিদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেছেন, “২৪ ঘন্টার মধ্যে সাংসদ তিনি যদি প্রকাশ্যে না জানান আন্দোলনের সময় তিনি কার মাধ্যমে চাল ডাল পাঠিয়েছেন  তাহলে ২৪ ঘণ্টা পর তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version