Thursday, August 21, 2025

লা লিগা চ‍্যাম্পিয়ন বার্সা, ফের ন‍্যু-ক‍্যাম্পে ঢুকলো স্প্যানিশ লিগ

Date:

শেষ বলে কিছু হয়ন না। শেষ হয়ে যেতে যেতেও ফিরে আসা যায়। এই কথাটা যেন একেবারে প্রযোয‍্য এফসি বার্সেলোনার জন‍্য। ২০১৮-১৯-র পর ফের লা লিগা চ‍্যাম্পিয়ন বার্সা। ২০১৮’র পর ফের ন‍্যু-ক‍্যাম্পে ঢুকলো স্প্যানিশ লিগ। রবিবার রাতে এসপানিয়লকে ২-৪ গোলে হারিয়ে ফের লা-লিগা চ্যাম্পিয়ন হল বার্সা। এই জয়ের ফলে ২৭ তম লা-লিগা চ‍্যাম্পিয়ন হল বার্সা। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে থাকে জাভির ছেলেরা। ম‍্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে ১-০ গোলে এগিয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি। ম‍্যাচে বিপক্ষ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করে জাভির দল। এরপর ম‍্যাচের ২০ মিনিটের মাথায় গোল করে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন অ্যালেজান্দ্রো ভালদে। এরপর ৪০ মিনিটের মাথায় ফের গোল পায় বার্সেলোনা। বার্সার হয়ে ৩-০ করেন লেওয়ানডস্কি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় জাভির দল।

দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণ বাড়ায় এসপানিয়ল। বারবার বার্সার ডিফেন্সের কাছে পরাজিত হতে হয় তাদের। এরই মধ্যে ফের গোল করে বার্সা। ৫৩ মিনিটের মাথায় ম্যাচের চতুর্থ গোলটি করেন জুলেস। এরপর অবশ্য আর কোনও গোল করতে পারেনি বার্সা। ম‍্যাচের ৭৩ মিনিটের মাথায় গোল করে এসপানিয়লের হয়ে ব্যবধান কমান জাভি পুয়াডো। ম্যাচের ইনজুরি টাইমে এসপানিয়লের হয়ে গোল করেন জোসেলু। এই জয়ের ফলে ধরাছোঁয়ার বাইরে চলে যায় বার্সা। ৩৪ ম‍্যাচ খেলে বার্সার পয়েন্টে ৮৫। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের তফাত ১৪। ৩৪ ম‍্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

আরও পড়ুন:‘আমাদের পাশে এসে দাঁড়ান’, এই আবেদন নিয়ে স্মৃতি-নির্মলা সীতারমণ-সহ মোট ৪৩ জন বিজেপি নেত্রীকে চিঠি বিনেশদের


 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version