Wednesday, August 20, 2025

জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে বি.ক্ষোভ! SFI-র কর্মসূচি ঘিরে অ.শান্ত হাজরা

Date:

Share post:

এসএফআই-র (SFI) বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাজরায় (Hazra)। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই জোর করে কোনও অনুমতি ছাড়াই হাজরায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই কর্মী সমর্থকরা। তবে পুলিশ বারবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। বেঁধে যায় ধ্বস্তাধস্তি। পরে এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। এদিন হাজরায় কর্মসূচি ছিল এসএফআইয়ের। আর বিনা অনুমতিতে হাজরা মোড়ের সেই কর্মসূচিতেই বাধা দেয় পুলিশ। যার জেরে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এসএফআই সমর্থক ও পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। যদিও ভ্যান থেকে নেমে পড়েন আন্দোলনকারীরা। এরপরই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ঘটনার জেরে এদিন বেশ কয়েকজন এসএফআই সমর্থক জখম হয়েছেন বলে খবর। জাতীয় শিক্ষা নীতি বাতিল, কলেজে ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে এদিন লেক মলের সামনে থেকে মিছিল শুরু করে এসএফআই সমর্থকরা। পরে চারুচন্দ্র কলেজের সামনে দিয়ে মিছিল এসে পৌঁছয় হাজরা মোড়ে।

অন্যদিকে, এদিন নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ দেখায় তাঁরা। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। পরে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা।

 

 

spot_img

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...