ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক! বকেয়া আনুন আরও ৩ শতাংশ ডিএ দেব: মুখ্যমন্ত্রী

কাজের সময়ের পরে মিছিল করুন- আন্দোলনরত কর্মীদের বার্তা মুখ্যমন্ত্রীর

দিনের পর দিন কাজের সময় দফতরে না থেকে ডিএ-র দাবিতে রাস্তায় বসে, মিছিল করে আন্দোলন করছেন রাজ্য সরকারিদের কর্মীদের একাংশ। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন। মানুষ তো পরিষেবা পাচ্ছে না। এতে সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, DA বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।

এদিন, সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, “মহার্ঘ্যভাতা অধিকার নয়, ঐচ্ছিক। মুখ্যমন্ত্রী কথায়, ডিএ ম্যান্ডেটরি নয়। অপশন। তাও আমরা দিয়েছি।“ এক তিরে বিজেপি-কংগ্রেস-সিপিএমকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করে তিনি বলেন, যাঁরা এই বাংলায় জন্ম গ্রহণ করেছেন, তাঁরা বলছেন বাংলার টাকা বন্ধ করো। বাংলার প্রাপ্য আদায়ের কথা বলে না। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পড়ে আছে দিল্লিতে। সেটা এনে দিক। ৩ শতাংশ ডিএ দিয়েছি, আরও ৩ শতাংশ করে দেব।“

আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনি সরকারি চাকরি করেন। সব সুবিধা পান। অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন। মানুষ তো পরিষেবা পাচ্ছে না। এতে সার্ভিসরুল ব্রেক হচ্ছে না। এরপরেই মমতার বার্তা, বিক্ষোভ করতে নিষেধ করছে না, অফিসের সময় বাদ দিয়ে করুন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের চাকরি খুঁজে নিন, বেশি বেতন পাবেন, বেশি ডিএ পাবেন।“

 

বাম জমানার উদাহরণ টেনে মমতা বলেন, আগে তো শিক্ষকরা ১ তারিখে বেতন পেতেন না। এখন ঠিক সময়ে বেতন পান, পেনশন পান। সব স্কিমের টাকা সময় মতো পান।

 

 

Previous articleজাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে বি.ক্ষোভ! SFI-র কর্মসূচি ঘিরে অ.শান্ত হাজরা
Next articleপ্রবল ঝড়ে ভাতারে আটকে গেল অভিষেকের কনভয়, ভাঙলো সভামঞ্চ