বড় চমক মোহনবাগানের, সবুজ-মেরুন ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

তবে মোহনবাগানে এসে মার্টিনেজ কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। মোহনবাগানের তরফে আগামী দিনে পুরো কর্মসূচির ব্যাপারে জানানো হবে।

বড় চমক। কলকাতা ফুটবলপ্রেমীদের বড় চমক দিতে চলেছে মোহনবাগান। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসতে চলেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। মারাদোনার পর আরও এক আর্জেন্তাইন ফুটবল তারকা পা রাখতে চলেছে সবুজ-মেরুন ক্লাবে।

মার্টিনেজের কলকাতা সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শহরের এক ক্রীড়া উদ্যোগপতি দীর্ঘদিন ধরেই আর্জেন্তাইন এই বিশ্বকাপারজয়ী গোলরক্ষককে কলকাতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে কিছুদিন আগে মার্টিনেজের তরফে কলকাতায় আসার সবুজ সংকেত মেলে। সূত্রের খবর, জুলাই মাসের শুরুর দিকে কলকাতায় আসবেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে হাজির থাকা এবং আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তবে মোহনবাগানে এসে মার্টিনেজ কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। মোহনবাগানের তরফে আগামী দিনে পুরো কর্মসূচির ব্যাপারে জানানো হবে। তবে সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ জার্সি আনবেন মার্টিনেজ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous article“জয়ী না হওয়া পর্যন্ত বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে”, রাজ্যবাসীকে ফেসবুক বার্তা মমতার
Next article‘মানুষের মন পেতে হলে জনসেবা করতে হয়’, কার উদ্দেশে মন্তব্য গড়করির?