Sunday, May 4, 2025

দিলীপের ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে বিজেপির কার্যালয় ঘেরাও! ‘নিষিদ্ধ’ করার হুঁশিয়ারি কুড়মিদের

Date:

‘কাপড় খুলে নেব’ বলে কুড়মিদের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।তাঁর বক্তব্যে ‘ক্ষমা’ চাইতে বলেন কুড়মি সমাজ। কিন্তু বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। এরপরই কুড়মি সমাজের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়ান বিজেপি নেতা।এরপরই সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামে বিজেপি পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। এমনকি, কুড়মি সমাজের তরফে জঙ্গলমহলে দিলীপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন:“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও
রবিবার সন্ধ্যায় লালগড়ে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে সাংসদ দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষ। এই প্রসঙ্গে সোমবার সকালে দিলীপের একটি মন্তব্যে চটে যান কুড়মি সমাজের প্রতিনিধিরা। দিলীপকে জঙ্গলমহলে নিষিদ্ধও করার হুঁশিয়ারি দেন কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রেক্ষিতে আবার একটি মন্তব্য করেন দিলীপ। সোমবার তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’ এর পর তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর নাম নিয়ে দিলীপ বলেন, ‘‘হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে ওরা পদত্যাগ করিয়ে দেখাক। যত মাহাতো এমপি (সাংসদ) আছে, এমএলএ (বিধায়ক) আছে তাঁদেরও পদত্যাগ করিয়ে দেখাক।” তিনি এ-ও বলেন, খেমাশুলিতে আন্দোলন চলাকালীন আন্দোলনরত কুড়মিদের চাল, ডাল দিয়ে সাহায্য করেছি। ওঁরা যদি চান, তাহলে সংবাদমাধ্যমের সামনে সব নাম বলব।
এতেই আগুনে ঘি পড়ে। বিজেপি কার্যালয় ঘেরাও করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপের এই দাবির তীব্র বিরোধিতা করে কুড়মি সমাজ। কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে সাংসদ যদি প্রকাশ্যে না জানান, তিনি কাকে সহযোগিতা করেছেন, তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’’

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version