Saturday, May 10, 2025

ওড়িশা সীমানার কাছে এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ । অভিযোগ বাড়ির ভিতরেই বাজি কারখানার আড়ালে বেআইনি ভাবে বোমা তৈরির কাজ চলছিল৷ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ আচমকাই বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনায় গোটা বাড়িটি উড়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে (East Medinipur Superintendent of Police Amarnath K) ৷ শেষ খবর পাওয়া অব্দি মৃতের সংখ্যা বেড়ে হল ৯, আহত একাধিক। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে বাজি কারখানা চলত, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ ওরফে ভানু বাগের (Bhanu Bag)বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে এগরায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে এগরার খাদিকূল গ্রামে (Khadikul village of Egra) বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা ছুটে এসে দেখেন, রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দগ্ধ দেহ। গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। যে বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ, বিস্ফোরণের পর দেখা গেল পড়ে রয়েছে শুধু বাড়ির কাঠামোটুকু। ৭ জন আহত বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দমকল। উত্তেজিত জনতাকে আটকাতে গেলে উল্টে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনার নেপথ্যে কৃষ্ণপদ ওরফে ভানু বাগের হাত রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওড়িশা সীমানা লাগোয়া ওই এলাকার বেশ কিছু বাড়িতে অনেক দিন ধরেই বেআইনি বাজি কারখানা চলছিল। এর আগেই ওই কারখানায় ৬ বার বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। মূল অভিযুক্তকে আগে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে ছাড়া পেয়ে যান। এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে দাবি করেছেন, ওই বাড়িটিতে আগেও বেআইনি বাজি তৈরির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ ৷ বাড়ির মালিককেও গ্রেফতার করা হয়৷ তিনি জানান বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে৷

 

 

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version