অভিষেককে জড়িয়ে কুন্তলের চিঠি মামলায় রায়দান স্থগিত

চলতি সপ্তাহের মধ্যেই হতে পারে রায়দান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কুন্তল ঘোষের চিঠি মামলায় আদালতের নির্দেশে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করল সিবিআই ও ইডি। মামলার শুনানি শেষ। আপাতত রায়দান স্থগিত। তবে চলতি সপ্তাহের মধ্যেই হতে পারে রায়দান।নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ এর আগে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, তদন্তে জেরা করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেক এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতে স্বস্তি মেলে। প্রথমে অভিষেকের জেরায় স্থগিতাদেশ দেওয়া হয়। তারপর মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নতুন বিচারপতির নিয়োগের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।এরপর এই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহাও জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে জেরা করতে পারে। তবে পরবর্তীতে কুন্তল ঘোষের চিঠির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও মেলেনি রক্ষাকবচ। জানানো হয়, পরবর্তী শুনানির আগে পর্যন্ত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ নয়। এবার উচ্চ আদালতের নির্দেশে মেনে মঙ্গলবার এই মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি।

 

Previous article‘সব বেচে দাও’ নীতি: ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্যে নয়া প্যানেল গড়ছে মোদি সরকার
Next articleজিরের দাম বেড়েছে ৪৫ শতাংশ, মাথায় হাত ব্যবসায়ীদের