Friday, November 14, 2025

কুস্তিগিরদের যৌ*ন হেন*স্থা মামলায় তদ*ন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সিব্বলের

Date:

যন্তরমন্তরে কুস্তিগিরদের ধর্না এখনও চলছে। এর মাঝেই ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। গত বুধবার CrPC ধারার ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে নাবালিকা মহিলা কুস্তিগিরের বয়ান সরকারি ভাবে রেকর্ড করা হয় বলে জানা গেছে। কিন্তু তদন্তের গতি কোনদিকে? সুপ্রিম কোর্টে কুস্তিগিরদের হয়ে মামলা লড়ছেন কপিল সিব্বল (Kapil Sibbal)। মঙ্গলবার টুইট করে তিনি বলেন”কুস্তিগিরদের যৌন নির্যাতন এর তদন্ত চলছে। তবে কিছু তদন্ত অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য, আর কিছু অভিযুক্তকে বাঁচানোর জন্য। এই তদন্ত যে ঠিক কীভাবে চলছে তা আমরা জানি!” কপিলের এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও সুর চড়াচ্ছে বিরোধীরা।

যৌন হেনস্থার ঘটনায় দিল্লি পুলিশের কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে আদালত। প্রতিবাদী কুস্তিগিরদের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে, তদন্তের তদারকি এবং আদালতে সরাসরি ভুক্তভোগীদের জবানবন্দি রেকর্ড করার অনুরোধ করে বিচারক পুলিশকে নোটিশ জারি করেন। দিল্লি পুলিশ শুক্রবার আদালতকে জানিয়েছে যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (WFI) সভাপতি ব্রিজ ভূষণ সিং এর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে। দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ সিংহের বিরুদ্ধে দুটি FIR করেছে বলে জানান যাচ্ছে । সুবিচারের আশায় কুস্তিগিরেরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথাও বলেছে। এরই মধ্যে কপিল সিব্বলের এই টুইট বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version