Sunday, August 24, 2025

বকেয়া আদায়ে এবার শিলিগুড়িতে ধরনা কর্মসূচির ডাক মহিলা তৃণমূলের

Date:

রেড রোডের পর এবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে(Shiliguri) দুই দিনে ধরনা(Dharna) কর্মসূচির ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস(TMC)। আগামী ২২ ও ২৩ মে ফের ধরনায় বসবেন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ১০০ দিনের কাজ সহ অন্যান্য ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদেই এই ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বুধবার তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানান, এবার শিলিগুড়িতে টানা ৩২ ঘণ্টা ধরনা চলবে। ২২ ও ২৩ মে চলবে ধরনা। সেখানে রাজ্যের মহিলা নেতৃত্বের পাশাপাশি উত্তরের জেলাগুলির মহিলা তৃণমূলের সদস্যরাও থাকবেন। অংশ নেবেন আদিবাসী, রাজবংশী মহিলারাও। এমনই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানান, ১০০ দিনের কাজ করেন মহিলারা, তাই বকেয়া চেয়ে পথে নামছে মহিলা তৃণমূল। বলার অপেক্ষা রাখে না বকেয়া আদায়ে এবার রাজ্যজুড়ে বৃহত্তর ক্ষেত্রে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল।

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে পরপর দু দিন রেডরোডে ধরনা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের পাওনা আদায়ে রাজ্যজুড়ে চিঠি সাক্ষর সংগ্রহের নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানিয়ে দিয়েছেন এই চিঠি নিয়ে দিল্লি যাবেন তিনি। এবং যতদিন না বকেয়া আদায় হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ বকেয়া আদায়ে কেন্দ্রকে চাপে রাখতে আন্দোলনের ঝাঁঝ আর বাড়াচ্ছে ঘাসফুল শিবির।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version