Monday, November 17, 2025

বকেয়া আদায়ে এবার শিলিগুড়িতে ধরনা কর্মসূচির ডাক মহিলা তৃণমূলের

Date:

রেড রোডের পর এবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে(Shiliguri) দুই দিনে ধরনা(Dharna) কর্মসূচির ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস(TMC)। আগামী ২২ ও ২৩ মে ফের ধরনায় বসবেন মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ১০০ দিনের কাজ সহ অন্যান্য ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদেই এই ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বুধবার তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানান, এবার শিলিগুড়িতে টানা ৩২ ঘণ্টা ধরনা চলবে। ২২ ও ২৩ মে চলবে ধরনা। সেখানে রাজ্যের মহিলা নেতৃত্বের পাশাপাশি উত্তরের জেলাগুলির মহিলা তৃণমূলের সদস্যরাও থাকবেন। অংশ নেবেন আদিবাসী, রাজবংশী মহিলারাও। এমনই জানিয়েছেন চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানান, ১০০ দিনের কাজ করেন মহিলারা, তাই বকেয়া চেয়ে পথে নামছে মহিলা তৃণমূল। বলার অপেক্ষা রাখে না বকেয়া আদায়ে এবার রাজ্যজুড়ে বৃহত্তর ক্ষেত্রে আন্দোলনে নামতে চলেছে তৃণমূল।

উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে পরপর দু দিন রেডরোডে ধরনা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের পাওনা আদায়ে রাজ্যজুড়ে চিঠি সাক্ষর সংগ্রহের নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানিয়ে দিয়েছেন এই চিঠি নিয়ে দিল্লি যাবেন তিনি। এবং যতদিন না বকেয়া আদায় হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ বকেয়া আদায়ে কেন্দ্রকে চাপে রাখতে আন্দোলনের ঝাঁঝ আর বাড়াচ্ছে ঘাসফুল শিবির।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version