Sunday, January 11, 2026

ইস্টবেঙ্গলে ক্রাউড ফান্ডিং, লাল-হলুদে কুয়াদ্রাতের সহকারী বিনো জর্জ

Date:

Share post:

নতুন চিন্তাভাবনা ইস্টবেঙ্গলের। বিদেশের ক্লাবগুলোর রাস্তায় হাঁটা শুরু করল লাল-হলুদ ক্লাব। ক্রাউড ফান্ডিং শুরু করতে চলেছে তারা। সমর্থকদের দেওয়া অর্থ ব্যবহার করা হবে ক্লাবের পরিকাঠামো থেকে ইউথ ডেভেলপমেন্টের কাজে। শুধু তাই নয়, ক্লাবের লগ্নিকারী সংস্থা চাইলে সিনিয়র দলের প্রয়োজনেও (দলগঠনের ক্ষেত্রেও) ক্রাউড ফান্ডিংয়ের অর্থ খরচ করা হবে। ক্রাউড ফান্ডিংয়ের জন্য একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছে ক্লাব।

প্রবাসী বহু ইস্টবেঙ্গল সমর্থক চান ক্লাবের তহবিলে অর্থ দান করতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমর্থকরা আবেদন জানাতেন এভাবে তহবিল সংগ্রহের জন্য। সেই আবেদনে সাড়া দিয়েই বুধবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রাউড ফান্ডিংয়ের জন্য নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ না করা হলেও ক্লাব কর্তা দেবব্রত সরকার বললেন, “আশা করি, যাঁরা ক্লাবকে ভালবেসে অর্থ প্রদান করবেন, তাঁরা নিজেদের বিচারবুদ্ধি মেনেই করবেন। যাঁরা অর্থ দান করবেন, তাঁদেরকে ক্লাবের তরফে বিশেষ শংসাপত্র দেওয়া হবে।”

এদিকে, ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদে বিনো জর্জকেই রেখে দিচ্ছে ক্লাব। সহকারী কোচেদের বায়ো-ডাটা দেখে বিনোকেই পছন্দ করেছেন নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। শুধু তাই নয়, যুব দল নিয়ে ভালো কাজের পুরস্কার পেলেন বিনো। আগামী ২০২৬ সাল অবধি ইস্টবেঙ্গলে থাকছেন তিনি। এদিকে সূত্রের খবর, হায়দরাবাদ এফসির মিডফিল্ডার বোরা হেরেরার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সিভেরিও এবং বোরহার নাম ঘোষণা করে দিতে পারে ক্লাব। কলকাতা লিগ ও ডুরান্ড কাপ নিজেদের মাঠেই খেলতে চায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:ইডেনে কলকাতার বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামছে লখনৌ, বাগান সমর্থকদের সমর্থন চাইলেন ক্রুনাল

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...