Saturday, August 23, 2025

শুক্রেই জ্ঞানবাপী মামলার শুনানি! ASI সমীক্ষার বি.রোধিতা করে ‘সুপ্রিম’ দ্বারস্থ মসজিদ কমিটি

Date:

Share post:

গত সপ্তাহেই জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) ওজুখানায় থাকা শিবলিঙ্গের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করার নির্দেশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (Archeological Survey of India) কে দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদের ম্যানেজমেন্ট কমিটি (Management Committee)। তবে দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে। জানা গিয়েছে, মসজিদের ম্যানেজিং কমিটির তরফে এই মামলা লড়বেন আইনজীবী হুজিফা আহমেদি।

তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল এই মামলার শুনানি ২২ মে শুরু হবে। কিন্তু সেদিন থেকেই আর্কিওলজিক্যাল সার্ভের কাজ শুরু হওয়ার কারণে সুপ্রিম কোর্টে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান হয়। আর সেই আবেদনকেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আগামী ১৯মে সুপ্রিম কোর্টে শুরু হবে জ্ঞানবাপী মামলার শুনানি। উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদ নিয়ে গত আড়াই বছর যাবৎ আইনি বিবাদ চলছে। বারাণসীর‌ জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা শৃঙ্গার গৌরী মন্দিরে বছরের সব দিন পূজাপাঠের অনুমতি পেতে স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ মহিলা। ধর্মাচরণ সংক্রান্ত অধিকার আদায়ে পাঁচজন মহিলা আবেদনকারী এই মুহূর্তে দেশের আরও কোনও মামলায় নেই। আর সেই মামলায় বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। সেই রিপোর্ট লিক হয়ে ওজুখানায় ‘শিবলিঙ্গ’ রয়েছে বলে শোরগোল পড়ে যায়।

তবে এরপরই মসজিদ কমিটি দাবি জানায়, শিবলিঙ্গ নয় আসলে সেটি একটি ফোয়ারা। একই দাবি করে বারাণসীর জেলা আদালতও। সাফ জানিয়ে দেওয়া হয়, জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিং করার কোনও প্রয়োজন নেই। কিন্তু এই রায় খারিজ করে দেয় এলাহাবাদ হাই কোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। উল্লেখ্য, অযোধ্যার রামমন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, হিন্দু পক্ষের এই দাবি খতিয়ে দেখতে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে সার্ভের নির্দেশ দিয়েছিল। মসজিদের ধ্বংসস্তূপের নীচ থেকে মন্দিরের নিদর্শন উদ্ধার করেছিল এএসআই। এরপর ২০১৯ এর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমি রামচন্দ্রের জন্মস্থান বলে মেনে নেয়। সেখানে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় শীর্ষ আদালত।

 

 

 

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...