Monday, August 25, 2025

কলকাতাকে প্রেমপত্র দিতে ‘শহরের উষ্ণতম দিনে’ বড় পর্দায় বিক্রম -সোলাঙ্কি !

Date:

Share post:

জন্মদিনে প্রিয় শহর কলকাতাকে (Kolkata) রিটার্ন গিফট হিসেবে একটা সিনেমা উপহার দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। অবাক হচ্ছেন? গত ১৯ ডিসেম্বর ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) মঞ্চেই বিক্রম -সোলাঙ্কি (Vikram Chatterjee and Solanki Roy) জুটির প্রত্যাবর্তনের ঘোষণা হয়ে গেছিল। উৎসবের মঞ্চ মাতিয়ে এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। পাঁচ বছর পর একসঙ্গে বড়পর্দায় ‘ইচ্ছেনদী’ জুটি নিয়ে প্রত্যাশার উন্মাদনা তুঙ্গে।

বুধবার ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন। টলিউডের হ্যান্ডসাম অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর ফ্যানেরা। আপ্লুত বিক্রম সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্টার শেয়ার করে নিজের আগামী ছবির বড় ঘোষণা করেন।পোস্টারে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার একটি বেঞ্চে পাশাপাশি বসে আছেন বিক্রম এবং সোলাঙ্কি।

ছোট পর্দায় এই দুজনকে একসঙ্গে অনেকদিন না দেখতে পাওয়ার আক্ষেপ এবার ঘুচলো দর্শকের। চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছিল আর তখন থেকেই দিন গুনতে শুরু করেছিলেন অভিনেতা অভিনেত্রীরা। অবশেষে জানা গেল এই গরমেই মুক্তি পাচ্ছে ছবি। পরিচালনায় অরিত্র সেন।

ছবি মুক্তির তারিখ অবশ্য এখনও ঘোষনা হয়নি। কিন্তু তার আগে থেকেই এই সিনেমার গল্প ঘিরে একটা আলাদা আবেগ তৈরি হয়েছে। এই ছবি যেন কলকাতাকে (Kolkata) ভালবাসা কিছু পরিযায়ী পাখির কথা শুনিয়ে যায়। কিছু প্রজন্ম এই শহর ছেড়েছে নানা কারণে, কেউ ফিরে এসেছে কেউ বা নস্টালজিয়ায় ভোগেন। কিন্তু স্মৃতিমেদুর হয়ে ওঠে ‘শহরের উষ্ণতম দিনে’র (Sohorer Uhnotomo Dine) চরিত্ররা। শহর ছাড়া দুই বন্ধুর আবেগের বুনন যেন গল্পের বাকি চরিত্রদের মধ্যে ফুটে উঠেছে। ছবি জুড়ে তিনটে গান যেখানে প্লেব্যাক করেছেন লগ্নজিতা, তিমির এবং নবাগত এক গায়ক। সঙ্গীত পরিচালক নবারুন বোসের কথায় এই ছবি কলকাতার মানুষকে প্রেমপত্র দিয়ে যায়। মনের না বলতে পারা কথা গান হয়ে এই ছবি জুড়ে ধরা দেয়। ছোটপর্দার চেনা মুখ রাহুল দেব বোসও (Rahul Dev Bose) রয়েছেন এই ছবিতে।বিক্রম ও সোলাঙ্কি জুটি হিসেবে একসঙ্গে এবং আলাদা আলাদা ভাবেও টেলিভিশন জগতে যথেষ্ট সফল। এবার পরও পর্দায় বড় পরীক্ষা। সোলাঙ্কির সঙ্গে বিক্রমের অনস্ক্রিন প্রেম দেখতে মুখিয়ে রয়েছেন শহরবাসী, কিন্তু প্রেম কি হচ্ছে ? বিক্রম বলছেন এটাই ছবির চমক।

 

 

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...