Monday, May 5, 2025

কলকাতাকে প্রেমপত্র দিতে ‘শহরের উষ্ণতম দিনে’ বড় পর্দায় বিক্রম -সোলাঙ্কি !

Date:

জন্মদিনে প্রিয় শহর কলকাতাকে (Kolkata) রিটার্ন গিফট হিসেবে একটা সিনেমা উপহার দিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। অবাক হচ্ছেন? গত ১৯ ডিসেম্বর ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) মঞ্চেই বিক্রম -সোলাঙ্কি (Vikram Chatterjee and Solanki Roy) জুটির প্রত্যাবর্তনের ঘোষণা হয়ে গেছিল। উৎসবের মঞ্চ মাতিয়ে এবার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। পাঁচ বছর পর একসঙ্গে বড়পর্দায় ‘ইচ্ছেনদী’ জুটি নিয়ে প্রত্যাশার উন্মাদনা তুঙ্গে।

বুধবার ছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন। টলিউডের হ্যান্ডসাম অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর ফ্যানেরা। আপ্লুত বিক্রম সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্টার শেয়ার করে নিজের আগামী ছবির বড় ঘোষণা করেন।পোস্টারে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার একটি বেঞ্চে পাশাপাশি বসে আছেন বিক্রম এবং সোলাঙ্কি।

ছোট পর্দায় এই দুজনকে একসঙ্গে অনেকদিন না দেখতে পাওয়ার আক্ষেপ এবার ঘুচলো দর্শকের। চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছিল আর তখন থেকেই দিন গুনতে শুরু করেছিলেন অভিনেতা অভিনেত্রীরা। অবশেষে জানা গেল এই গরমেই মুক্তি পাচ্ছে ছবি। পরিচালনায় অরিত্র সেন।

ছবি মুক্তির তারিখ অবশ্য এখনও ঘোষনা হয়নি। কিন্তু তার আগে থেকেই এই সিনেমার গল্প ঘিরে একটা আলাদা আবেগ তৈরি হয়েছে। এই ছবি যেন কলকাতাকে (Kolkata) ভালবাসা কিছু পরিযায়ী পাখির কথা শুনিয়ে যায়। কিছু প্রজন্ম এই শহর ছেড়েছে নানা কারণে, কেউ ফিরে এসেছে কেউ বা নস্টালজিয়ায় ভোগেন। কিন্তু স্মৃতিমেদুর হয়ে ওঠে ‘শহরের উষ্ণতম দিনে’র (Sohorer Uhnotomo Dine) চরিত্ররা। শহর ছাড়া দুই বন্ধুর আবেগের বুনন যেন গল্পের বাকি চরিত্রদের মধ্যে ফুটে উঠেছে। ছবি জুড়ে তিনটে গান যেখানে প্লেব্যাক করেছেন লগ্নজিতা, তিমির এবং নবাগত এক গায়ক। সঙ্গীত পরিচালক নবারুন বোসের কথায় এই ছবি কলকাতার মানুষকে প্রেমপত্র দিয়ে যায়। মনের না বলতে পারা কথা গান হয়ে এই ছবি জুড়ে ধরা দেয়। ছোটপর্দার চেনা মুখ রাহুল দেব বোসও (Rahul Dev Bose) রয়েছেন এই ছবিতে।বিক্রম ও সোলাঙ্কি জুটি হিসেবে একসঙ্গে এবং আলাদা আলাদা ভাবেও টেলিভিশন জগতে যথেষ্ট সফল। এবার পরও পর্দায় বড় পরীক্ষা। সোলাঙ্কির সঙ্গে বিক্রমের অনস্ক্রিন প্রেম দেখতে মুখিয়ে রয়েছেন শহরবাসী, কিন্তু প্রেম কি হচ্ছে ? বিক্রম বলছেন এটাই ছবির চমক।

 

 

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version