Friday, November 28, 2025

ইউক্রেনের কাছে কোণঠাসা! দেশের সামরিক শক্তি বাড়াতে নয়া উদ্যোগ পুতিনের

Date:

Share post:

ইউক্রেনীয় (Ukraine) বাহিনীর শক্তির কাছে বারবার পিছু হঠতে হচ্ছে রুশ সেনাবাহিনীকে (Russian Army)। এহেন পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি বাড়াতে নয়া ফন্দি আঁটছেন রুশ প্রেসিডেন্ট (Russia President)। তবে এই আবহে নয়া নীতি প্রণয়ন করে ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সাফ জানিয়েছেন, যদি কেউ বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রুশ (Russia) সেনায় যোগ দেন তাহলে অবিলম্বে তাঁরা রুশ নাগরিকত্ব পেয়ে যাবেন। তবে মূলত ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলেই এই নতুন নিয়ম কার্যকরী হবে। আর পুতিনের এমন মন্তব্যের পরই সব মহলে শুরু হয়েছে জল্পনা।

পুতিন সাফ জানিয়েছেন রুশ নাগরিকত্ব (Citizenship) পেতে গেলে যেকোনও বিদেশি ব্যক্তিকে এক বছরের জন্য রুশ সেনাবাহিনীতে যোগ দিতে হবে। তবেই সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের রাশিয়ার নাগরিক হিসাবে স্বীকৃতি মিলবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ায় বসবাস করার যে নিয়ম রয়েছে তা তাঁদের ক্ষেত্রে কোনওভাবেই লাগু হবে না বলেই সাফ জানানো হয়েছে। উল্লেখ্য, পুরনো নিয়ম অনুযায়ী কমপক্ষে ৬ মাস ইউক্রেন যুদ্ধে অংশ নিলে মিলত নাগরিকত্ব। কিন্তু নয়া নিয়মে সেই সময়সীমা থাকছে না বলেই খবর।

উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে লাগাতার যুদ্ধে কোণঠাসা অবস্থা রাশিয়ার। আর সেই পরিস্থিতিতে দেশের ব্যর্থতা সামাল দিতে একাধিক কৌশল অবলম্বন করছেন পুতিন। সেনায় নিয়োগের বয়সের উর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও বয়সসীমা অনেকটা বাড়ানো হয়েছিল। তবে শুধু বয়সসীমা বাড়ানোই নয়, রুশ সেনাবাহিনীতে সর্বোচ্চ নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হয়। ইতিমধ্যে, ইউক্রেনের প্রত্যাঘাতে অন্তত ২ লক্ষ রুশ সেনা প্রাণ হারিয়েছেন। আর এমন পরিস্থিতিতে পাল্টা আঘাত হানা ছাড়া যুদ্ধ চালিয়ে যেতে সেনার সংখ্যা বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই পুতিনের কাছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়ার ভাবনা রুশ প্রেসিডেন্টের।

 

 

 

spot_img

Related articles

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর পলাশের একের...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...