Monday, August 25, 2025

দেশগঠনে বড় ভূমিকা ৪ গুজরাটির: মহাত্মা গান্ধীর সঙ্গে মোদিকে একাসনে বসালেন শাহ

Date:

জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) সঙ্গে নরেন্দ্র মোদিকে(Narendra Modi) এক আসনে বসিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। দাবি করলেন, আধুনিক ভারত গঠনে ৪জন গুজরাটির সবচেয়ে বেশি ভূমিকা। সেই তালিকায় মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদির পাশাপাশি তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মোরারজি দেশাই। তবে শাহের এহেন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মহাত্মা গান্ধীর সঙ্গে একাসনে নরেন্দ্র মোদিকে বসানোয় ক্ষুব্ধ গান্ধী প্রেমীরা।

বৃহস্পতিবার দিল্লিতে শ্রীদিল্লি গুজরাটি সমাজ নামের এক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোরারজি দেশাই এবং নরেন্দ্র মোদি, আধুনিক ভারতের ইতিহাসে এই চার গুজরাটির অবদান সবচেয়ে বেশি। শাহর দাবি, গুজরাটিরা আজ গোটা বিশ্বে ছড়িয়ে আছে। সব ধরনের সমাজ, সব শ্রেণির মানুষের সঙ্গে এরা অনায়াসে মিশে যেতে পারে, সব শ্রেণির মানুষের সেবাও করতে পারে। যে চার ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন, তাঁদের অবদান সম্পর্কে শাহর বক্তব্য, “মহাত্মা গান্ধী এই দেশকে স্বাধীন করেছেন। সর্দার প্যাটেলের জন্য দেশ একত্রিত হয়েছে। মোরারজি দেশাইয়ের জন্য দেশে গণতন্ত্র ফিরেছে। আর নরেন্দ্র মোদির জন্য আজ গোটা বিশ্বে ভারত বন্দিত।”

তবে দেশ গঠনে বাকি তিনজনের অবদান স্বীকার করে নিলেও এই তালিকায় নরেন্দ্র মোদিকে বসানোর বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। একই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে, আলাদা করে চার গুজরাটির নাম নিয়ে দেশের ইতিহাসে বাকি ব্যক্তিত্বদের কি খাটো করে দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী?

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version