রামনবমীতে হিংসার ঘটনায় এনআইএ (NIA)তদন্তেই আস্থা রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্য সরকারের (Government of West Bengal)তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করা হলেও সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। আপাতত NIA বহাল থাকছে, পরে গ্রীষ্মের ছুটি শেষ হলে জুন মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।