এগরা বাজি কারখানা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ মারা গিয়েছে। খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগকে বৃহস্পতিবার ওড়িশার হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

বিস্ফোরণের জেরে তার শরীরের ৭০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। কলাপাতা চাপা দিয়ে শুয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়। ঘটনার পরেই দগ্ধ ভানু এগরা থেকে বাইক চালিয়ে প্রায় ২৫০ কিমি পেরিয়ে ওড়িশা যায়। কটকে পৌঁছে ভুয়ো নামে কটকের রুদ্র হাসপাতালে ভর্তি হয়। চিকিত্সা চলাকালীন শুক্রবার ভোর রাতে ভানু মারা যায়। এর আগেও ভানু বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এবার বিস্ফোরণে নিজেই মারা গেল।
