Monday, August 25, 2025

মুশকিল আসান: অভিষেককে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর হাতে স্বাস্থ্যসাথী কার্ড

Date:

মুশকিল আসান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে তাঁর কাছে অভিযোগ পৌঁছনো মাত্রা সাধ্য মতো কাজ শুরুর ব্যবস্থা করছেন তিনি। বাঁকুড়া যাওয়া পথে অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Sathya Sathi Card) পৌঁছে দিলেন তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। এত দ্রুত কাজ পেয়ে আপ্লুত দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরের কর্মসূচি সেরে বৃহস্পতিবার বাঁকুড়া যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তাঁর কাছে সাহায্য চান দুর্গাপুরের এক বাসিন্দা। জানান, তাঁর পরিবারের এক সদস্য দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় চিকিৎসা বাধা প্রাপ্ত হচ্ছে। শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক।

মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে রোগীর কাছে পৌঁছে যায়। সুস্থতা কামনায় পৌঁছে দেওয়া হয় ফলও। শুধু স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছনোর ব্যবস্থা করার পাশাপাশি, দুর্গাপুরের দলীয় নেতৃত্বকেও আর্থিক সহায়তার নির্দেশও দিয়েছেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ভূমিকায় আপ্লুত দুর্গাপুরের পরিবার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।

জনসংযোগ যাত্রায় প্রতিদিন বিভিন্ন লোক তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ শোনার ২৪ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু করছেন তৃণমূল সাংসদ। উত্তর থেকে দক্ষিণ- বিভিন্ন জেলার মানুষ সেই উপকার পাচ্ছেন। এক্ষেত্রে দল দেখে নয়, বাংলার মানুষের সমস্যার সমাধানে মুশকিল আসান হয়ে উঠছেন অভিষেক।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version