Tuesday, November 4, 2025

বারাক ওবামা সহ ৫০০ মার্কিনির উপর নিষেধাজ্ঞা জারি মস্কোর

Date:

রাশিয়া(Russia) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা(Barak Obama) সহ ৫০০ জনের উপর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির জেরে রাশিয়ার বিরুদ্ধে নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা(America)। এর পাল্টা দিয়েই শুক্রবার আমেরিকার উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া(Russia)।

রাশিয়ার তরফে যে ৫০০ জনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তালিকায় আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, শেথ মেয়ার্স এবং সিএনএনের সাংবাদিক ইরিন বার্নেট-সহ একাধিক নাম। জানা গিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের কারণে মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে। শুক্রবারই আমেরিকা নতুন করে শতাধিক সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দিতেই এই পদক্ষেপ ওয়াশিংটনের। তারই পাল্টা হিসেবে এই পদক্ষেপ নেয় রাশিয়া। এদিন রাশিয়া পালটা নিষেধাজ্ঞা জারি করার সময় যে বিবৃতি পেশ করেছে তাতে সেইদিকেই ইঙ্গিত করে বলা হয়েছে, “অনেক আগেই ওয়াশিংটনের বুঝে নেওয়া উচিত ছিল রাশিয়ার বিরুদ্ধে একটা শত্রুতাপূর্ণ পদক্ষেপেরও জবাব বকেয়া থাকবে না।” নয়া তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিদেরও যুক্ত করেছে মস্কো। রাশিয়ার বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version