Tuesday, August 26, 2025

মুশকিল আসান: অভিষেককে জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই রোগীর হাতে স্বাস্থ্যসাথী কার্ড

Date:

মুশকিল আসান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে তাঁর কাছে অভিযোগ পৌঁছনো মাত্রা সাধ্য মতো কাজ শুরুর ব্যবস্থা করছেন তিনি। বাঁকুড়া যাওয়া পথে অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোগীর স্বাস্থ্যসাথী কার্ড (Sathya Sathi Card) পৌঁছে দিলেন তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। এত দ্রুত কাজ পেয়ে আপ্লুত দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দুর্গাপুরের কর্মসূচি সেরে বৃহস্পতিবার বাঁকুড়া যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় তাঁর কাছে সাহায্য চান দুর্গাপুরের এক বাসিন্দা। জানান, তাঁর পরিবারের এক সদস্য দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না থাকায় চিকিৎসা বাধা প্রাপ্ত হচ্ছে। শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক।

মাত্র ২৪ ঘণ্টা। তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতালে রোগীর কাছে পৌঁছে যায়। সুস্থতা কামনায় পৌঁছে দেওয়া হয় ফলও। শুধু স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছনোর ব্যবস্থা করার পাশাপাশি, দুর্গাপুরের দলীয় নেতৃত্বকেও আর্থিক সহায়তার নির্দেশও দিয়েছেন তৃণমূলের সর্বভাবতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের ভূমিকায় আপ্লুত দুর্গাপুরের পরিবার অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।

জনসংযোগ যাত্রায় প্রতিদিন বিভিন্ন লোক তাঁদের অভাব, অভিযোগ, সমস্যার কথা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ শোনার ২৪ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানের প্রক্রিয়া শুরু করছেন তৃণমূল সাংসদ। উত্তর থেকে দক্ষিণ- বিভিন্ন জেলার মানুষ সেই উপকার পাচ্ছেন। এক্ষেত্রে দল দেখে নয়, বাংলার মানুষের সমস্যার সমাধানে মুশকিল আসান হয়ে উঠছেন অভিষেক।

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version