Sunday, November 16, 2025

সিদ্দার শপথ যেন বিরোধী জোটের মঞ্চ, ৬ মুখ্যমন্ত্রী সহ হাজির একাধিক বিরোধী মুখ

Date:

মুখ্যমন্ত্রী সিদ্দারামইয়ার(siddaramaiah) শপথ গ্রহণ অনুষ্ঠান পরিণত হলো বিরোধী জোটের মঞ্চে। এদিন শপথ গ্রহণ(oath ceremony) অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেল দেশের ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী শিবিরের দলীয় সুপ্রিমোদের। নিজে উপস্থিত না থাকলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার তরফে প্রতিনিধি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee।

এদিন সিদ্দারামাইয়ার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজস্থানের অশোক গেহলট, হিমাচলের সুখবিন্দর সিং সুখু, ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, বিহারের নীতীশ কুমার এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনও উপস্থিত ছিলেন। এর পাশাপাশি উপস্থিত ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুখ আবদুল্লাহ, পিডিপির মেহেবুবা মুফতি, আরজেডির তেজস্বী যাদব, বামেদের তরফে সিপিএমের সীতারাম ইয়েচুরি এবং সিপিআইয়ের ডি রাজা। উপস্থিত ছিলেন অভিনেতা কমল হাসানও। এছাড়া রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা তো ছিলেনই। সবমিলিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের মঞ্চকে হাতিয়ার করে নরেন্দ্র মোদিকে বার্তা দিল বিরোধী শিবির।

উল্লেখ্য, কংগ্রেসের তরফে সরাসরি বিজেপির বিরোধী মতাদর্শে বিশ্বাসী সব বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হলেও তালিকায় বাদ রাখা হয়েছিল আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কেসিআরকে। কারণ এই দুই দলের সঙ্গেই একাধিক রাজ্যে সরাসরি লড়াই রয়েছে হাত শিবিরের। মায়াবতীর অবস্থান নিয়ে ধন্দ রয়েছে, তাই তাঁকেও আমন্ত্রণ জানানো হয়নি এই বিরোধী জোটের মঞ্চে।

Related articles

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...
Exit mobile version