Thursday, August 28, 2025

বিশেষ কারণ ছাড়া হাজিরা বাধ্যতামূলক! কর্মবিরতিতে কাজ স্বাভাবিক রাখতে নির্দেশিকা নবান্নের

Date:

বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মীদের একাংশের কর্মবিরতির দিনগুলিতে কয়েকটি বিশেষ কারণ ছাড়া হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ডাকের প্রেক্ষিতে দফতরের কাজ স্বাভাবিক রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রস্তাবিত কর্মবিরতির দিনগুলিতে কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া সরকারি কর্মীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার নবান্নে (Nabbana) অর্থ দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত কর্মবিরতির সময়ে দফতরের কাজে যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন কাটা হবে। কর্মজীবনেও ছেদ পড়বে। ওই সময় কর্মীদের কোনও ছুটি মঞ্জুর করা হবে না। তবে ১৯ তারিখের আগে থেকে শারীরিক অসুস্থতার কারণে থাকলে, হাসপাতালে ভর্তি হলে, আত্মীয় বিয়োগ হলে ছাড় মিলবে। যাঁরা ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি বা চাইল্ড কেয়ার লিভে রয়েছেন বা শুক্রবারের আগে থেকেই ছুটিতে রয়েছেন তাঁদের জন্য এই নির্দেশিকা (Notice) কার্যকর হবে না।

পাশাপাশি, অফিসে হাজিরা দেওয়ার পরেও কর্মীদের কাজ না করে আন্দোলনে যোগ দেওয়ার প্রবণতা আটকাতেও পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি অফিসে শুধুমাত্র দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত মধ্যাহ্ন ভোজের নির্ধারিত বিরতির সময় বাদে অফিস ছাড়া যাবে না। সেই সময় টিফিন করা ছাড়া অন্য কর্মসূচিতে যোগ দেওয়াও যাবে না। করলে সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত হিসাবে গণ্য করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- হাই মাদ্রাসার ফলাফলে বাজিমাত ছাত্রদের, মেধাতালিকায় প্রথম মুর্শিদাবাদের ‘সোনার ছেলে’ আসিক

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version