Monday, November 24, 2025

প্রকাশিত হাইমাদ্রাসা-আলিম-ফাজিলের ফলাফল, উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result)। শনিবার মাধ্যমিকের পর এবার হাইমাদ্রাসা (High Madrasa), আলিম (Alim) ও ফাজিল (Fazil) পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। আগেই জানানো হয়েছিল ২০ অর্থাৎ শনিবারই প্রকাশিত হবে ফলাফল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেকথা ঘোষণা করা হয়েছিল। আর শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ (West Bengal Board of Madrasah Education)। এদিন পরীক্ষায় সকল উত্তীর্ণদের টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক।

উল্লেখ্য, চলতি বছর পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৩ মার্চ। এদিনই পর্ষদের তরফে নির্দিষ্ট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে পড়ুয়াদের মার্কশিট তুলে দেওয়া হবে। ফাজিলে ৫৬৫  নম্বর পেয়ে প্রথম হয়েছে হুগলির ফাহিম আখতার। ৫৫১ পেয়ে দ্বিতীয় হয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল। এছাড়া ৫৪৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মণ্ডল। অন্যদিকে, আলিম পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর ২৪ পরগণার মহম্মদ সুজাউদ্দিন লস্কর। তার প্রাপ্ত নম্বর ৮৪৫। দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার করিমুল ইসলাম মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৮৪৩। পাশাপাশি মুর্শিদাবাদের আব্দুল হালিমও ৮৪৩ পেয়ে দ্বিতীয় হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদেরই আব্দুর রহমান। ৮৩৯ পেয়ে তৃতীয় হয়েছে সে।

অন্যদিকে, হাই মাদ্রাসায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা আশিক ইকবাল। তার প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় হয়েছে মুর্শিদাবাদেরই নাসির উদ্দিন মোল্লা। তার প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় হয়েছে মালদহের মহম্মদ মুক্তাদুর রহমান, তার প্রাপ্ত নম্বর ৭৭৪। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল মিলিয়ে মেধাতালিকাতে আছে ৩৫ জন। এর মধ্যে ১০ ছাত্রী এবং ২৭ জন ছাত্র রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬৩৩। এদের মধ্যে ছাত্রদের পাশের হার ৯৬.১০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৬.৩৫ শতাংশ। পাশাপাশি আলিম ছাত্রদের পাশের হার ৯৬.০৬ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৫.৫৩ শতাংশ। এছাড়া হাই-মাদ্রাসায় এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫২০৬ জন। মোট পাশ করেছেন ৩১ হাজার ১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ। পর্ষদের তরফে জানানো হয়েছে, www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com-এই ওয়েবসাইটগুলিতে হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল জানা যাবে।

 

 

 

 

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...