Thursday, November 13, 2025

ফের দুর্ঘটনা, জাজপুরে চার ঘণ্টা ঠায় দাঁড়িয়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

Date:

Share post:

গোপাল দেবনাথ (বন্দে ভারত ট্রেনের যাত্রী)

যাত্রা শুরু হতে না হতেই বিপত্তির মুখে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস । জানা গিয়েছে, পুরী থেকে রওনা হয়ে হাওড়া আসার পথে বিকট আওয়াজ করে থমকে গেল ট্রেনটি। প্রাকৃতিক দুর্যোগে ওভারহেড তারে গাছ পড়ায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। চার ঘণ্টা হতে চলল,এখনও দাঁড়িয়ে আছে  হাওড়া মুখী বন্দে ভারত। সন্ধ্যে হয়ে যাওয়ায় ট্রেন জুড়ে ঘুটঘুটে অন্ধকার। মোবাইলের চার্জও প্রায় শেষ হতে বসেছে অধিকাংশ যাত্রীর।

ওই ট্রেনেরই যাত্রী বেলেঘাটার গোপাল দেবনাথ বলেন, এখন পুরো অন্ধকার হয়ে গিয়েছে। ওড়িশার জাজপুরের কাছে একটি ব্রিজের উপর থেমে যায় ট্রেনটি।গোপালবাবু জানিয়েছেন, ওই এলাকায় এখনও ঝড় বৃষ্টি চলছে। আচমকা বিকট শব্দ হয়। তারপরই থেমে যায় বন্দে ভারত এক্সপ্রেস। পাইলট কেবিনের ‘উইন্ডশিল্ড’-এ ফাটল ধরেছে। আরও দুটি কামরার কাঁচেও ফাটল ধরে গিয়েছে। ট্রেনের ভিতরের মূল আলো চলে গিয়েছে। ফলে অন্ধকারে  শিশুরা রীতিমতো আতঙ্কে কান্না জুড়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০ মে  শনিবার থেকেই হাওড়া পুরী রুটে যাত্রী পরিবহন শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস।শনিবার কাপলিং খুলে বিপত্তি ঘটেছিল। রবিবার বিকেল ৪ টে ৪৫ মিনিট জাজপুর কেওনঝড় রোড ছাড়ার পরই বন্দে ভারত এক্সপ্রেস একটা বিকট শব্দ হয়। প্রবল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে পড়ে ভারতের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন।গোপালবাবু জানান, সি৩ (চেয়ার কার) এবং সি১২ (চেয়ার কার) কোচের বাঁ-দিকের একটি করে জানালাতেও চিড় ধরেছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ, যে তৎপরতার সঙ্গে যাত্রীদের উদ্ধার করার ব্যবস্থা করা উচিৎ ছিল রেলের তার বিন্দুমাত্র দেখা যায়নি।প্যান্টো গ্রাফ সারানো হচ্ছে বলে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ।তিনি জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস থমকে গেলেও কোনও যাত্রীর চোট-আঘাত লাগেনি। প্রত্যেকেই সুস্থ আছেন। তবে আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে তাঁরা বাড়ি ফিরবেন, সেটাই কুলকিনারা করতে পারছেন না।বন্দে ভারতের বিভিন্ন পরিষেবা যেহেতু ‘অটোমেটিক’, তাই ট্রেনের দরজা খুলছে না। শৌচাগারেও সমস্যা হচ্ছে।সব মিলিয়ে রেলের দিকে তাকিয়ে আছেন যাত্রীরা।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...