Saturday, August 23, 2025

দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে বৈঠকের পরেই কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal)। ২৩মে দুপুরে নবান্নে বৈঠক করবেন তিনি।

রবিবাসরীয় সকালে কেজরিওয়ালের বাড়িতে যান বিহারের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অনেকে। দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করেন নীতীশ। এই বিষয়ে রাজ্যসভায় সব বিজেপি-বিরোধীদলকে বিলের বিরোধিতা করা আহ্বান জানান কেজরিওয়াল। তার পরেই আপ প্রধানের বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মতে রাজনৈতিক মহলের।

নবান্নের তরফে সরকারি ভাবে এবিষয়ে কিছু জানানো না হলেও, আপ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতায় আসবেন অরবিন্দ। দুপুরে নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ওই দিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। তবে, এখনও রাজ্যে আপের কোনও ঘোষিত কর্মসূচি নেই।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে অ-বিজেপি দলের মধ্যে। আগেই তৃণমূল সুপ্রিমো মমতার সঙ্গে বৈঠক করেছেন নীতীশ কুমার, নবীন পট্টনায়েক, অখিলেশ যাদব। নবীন, অখিলেশ, কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ। দেখা করেছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গে। এর আগে নীতীশের সঙ্গে বৈঠকে পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে আলোচনার প্রস্তাব দেন মমতা।

বিরোধী জোটে কংগ্রেসের বড় দাদা সুলভ আচরণের বিরোধী কেজরিওয়াল। কর্নাটনে বিপুল সাফল্যের পরেও মমতা বলেন, আঞ্চলিক দলগুলিকেও সম্মান দিতে হবে কংগ্রেসের। নীতি আয়োগের বৈঠকে ২৬ মে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সফরের আগে কেজরিওয়ালের বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version