কাঁটাতার পেরিয়ে বাড়ছে গুপ্তচরের আনাগোনা! ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন

0
1

পাঞ্জাব সীমান্তের কাছে ফের পাকিস্তানি ড্রোন! দেখতে পেয়েই তড়িঘড়ি বিএসএফের জওয়ানরা সেটিকে গুলি করে নামিয়েছেন। ওই ড্রোনের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এই অছিলায় ভারতের ওপর নজরদারি চালানো হচ্ছিল কিনা তা যদিও স্পষ্ট নয় ।এই নিয়ে গত দু’দিনে চতুর্থবার গুলি করে নামানো হল ড্রোনটিকে।

আরও পড়ুন:ফের কাশ্মীর সীমান্তে উড়ল ড্রোন! পাক জ.ঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা
পাঞ্জাব বিএসএফের তরফে টুইট করে জানানো হয়, শনিবার অমৃতসরের কাছে পাকিস্তান থেকে আসা একটি ড্রোন বেআইনি ভাবে ভারতের বায়ুসীমায় প্রবেশ করে। বিএসএফ সেই ড্রোন গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় থাকা বাকি নিরাপত্তারক্ষীদেরও সতর্ক করে দেওয়া হয়।
যদিও ড্রোনটিকে ভারতের ওপর নজরদারি করতে পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে, ড্রোনটি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে খবর। ওই ব্যাগে মাদকদ্রব্য রয়েছে বলে অনুমান। তবে বিস্তারিত তদন্তের পরেই যাবতীয় বিষয় জানা যাবে।