Sunday, May 4, 2025

যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগিরদের পাশে এসএফআই

Date:

Share post:

ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শাস্তির দাবিতে প্রায় এক মাস যাবৎ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ একাধিক বিরোধী দল আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে‌ন। এবার কুস্তিগিরদের পাশে দাঁড়াল বামদের ছাত্র শাখা এসএফআইও।

সমস্যা সমাধানে এবং ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠিও পাঠাল সর্বভারতীয় ছাত্র ফেডারেশন। এই চিঠিতে সাক্ষর করেছেন বাংলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায়, বাংলা দলের প্রাক্তন অধিনায়ক অনুষ্টুপ মজুমদাররা।সাক্ষর করেছেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, সুব্রত পাল, কুন্তলা ঘোষ দস্তিদারের মতো একাধিক ক্রীড়াবিদ ন্যায়বিচারের দাবিতে কুস্তিগিরদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

এসএফআইয়ের উদ্যোগে এই চিঠিতে বিশিষ্টজনরা লিখেছেন, ‘ভারতের বিশিষ্ট কুস্তিগিররা বিগত ১ মাসের বেশি সময় ধরে দিল্লিতে ধরনায় বসে আছেন। তাঁরা আমাদের গর্ব, ন্যায় বিচারের দাবিতে তাঁদের আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি।’

দিল্লির যন্তর মন্তরে ধরনা মঞ্চে এসএফআই নেতা ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধররাও সামিল হন কুস্তিগিরদের সঙ্গে। এসএফআইয়ের উদ্যোগে কুস্তিগির আন্দোলনের সংহতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে পাঠানো হল কয়েক হাজার পোস্টকার্ড। পদ্মশ্রী ও অর্জুনপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর হাত দিয়ে শুরু হয় এই কর্মসূচি।উল্লেখ্য, ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত একমাসের কাছাকাছি সময় ধরে চলছে বজরং-সাক্ষীদের ধরনা।

spot_img
spot_img

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...