Friday, November 14, 2025

বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলল।বিরোধীদের প্রশ্ন, কেন রাষ্ট্রপতি বা লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান সংসদ ভবনের উদ্বোধন করবেন না?

বৃহস্পতিবারই লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার পরেই জানানো হয়, ২৮ মে উদ্বোধন হবে।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় প্রশ্ন তুলেছেন, ২০২৩-এর ২৬ নভেম্বর দেশের সংবিধান ৭৫ বছরে পা দেবে। এই সংবিধানই দেশকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিল। সেই দিন নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়া যথোচিত ছিল। কিন্তু তার বদলে সাভারকরের জন্মদিনে উদ্বোধন হবে। এটা কতখানি প্রাসঙ্গিক?

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, এ হল বেপরোয়া ভাবে সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেডকরকে অস্বীকার করা। দেশের প্রতিষ্ঠাতা পুরুষদের চরম অপমান। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল, সুভাষচন্দ্র বসুর মতো সকলকে প্রত্যাখ্যান করা।

আসলে সাভারকরের জন্মদিনে সংসদ ভবনের উদ্বোধনের মধ্যে মহারাষ্ট্রের রাজনীতির কৌশল রয়েছে। কারণ কংগ্রেস বা অন্য বিরোধী দল সাভারকরের বিরোধী হলেও শিবসেনা (ইউবিটি) বা এনসিপি মহারাষ্ট্রের ভূমিপুত্র সাভারকরকে ঘিরে স্থানীয় আবেগের কথা মাথায় রেখে এ বিষয়ে ভিন্ন অবস্থান নেয়।বিজেপি নতুন করে মহারাষ্ট্রে বিরোধী শিবিরে ভাঙন ধরাতে চাইছে কি না, সেই প্রশ্নও উঠছে।

এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসির প্রশ্ন, সংবিধানে সরকার ও আইনসভা ভাগ করা রয়েছে। প্রধানমন্ত্রী সরকারের প্রধান। আইনসভার নন। লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন।

লোকসভার সচিবালয় বলছে, স্পিকারই প্রধানমন্ত্রীকে উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতা অমিত মালব্যের পাল্টা যুক্তি, ইউপিএ সরকারের সময়েই নতুন সংসদ ভবনের প্রয়োজনীয়তা জানা গিয়েছিল। দূরদৃষ্টিসম্পন্ন প্রধানমন্ত্রী ভবিষ্যতের কথা ভেবে সেই বিষয়ে পদক্ষেপ করেছেন।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version