Tuesday, May 6, 2025

যোগীরাজ্যে ফের গণধ*র্ষণ!রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন অখিলেশের

Date:

হাথরস, উন্নাও-এর গণধর্ষণের স্মৃতি এখনও টাটকা। মুখ পুড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। তবুও থামেনি মেয়েদের ওপর অত্যাচার। বারবার শিরনামে উঠে এসেছে যোগীরাজ্যে মেয়েদের ওপর নির্মমভাবে গণধর্ষণের ঘটনা। এবার আবারও সেই একই ঘটনা। এবার এক মহিলা এবং তাঁর ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মহিলার স্বামী পুলিশের দ্বারস্থ হলেও কাজ হয়নি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের জন‍্য রওনা দিলেন অশ্বিন-অক্ষররা
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার সৌফনি গ্রামে। এক মহিলা এবং তাঁর চোদ্দ বছরের মেয়ে ঘরে থাকাকালীন ৩ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঘরে ঢুকে লুঠপাট চালায়। এরপর মহিলার স্বামীকে বেঁধে তাঁর সামনেই ধর্ষণ করে তাঁর স্ত্রী এবং চোদ্দ বছরের মেয়েকে। ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতার স্বামী। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু করেছে । যদিও তদন্তের গতিপ্রকৃতি স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশের তরফে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার ওই যুবক প্রথমে তাঁর মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা চুরির অভিযোগ জানান। কিছুটা সময় পর আবার থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ জানান তিনি। শনিবার রাতে তাঁর স্ত্রী এবং কন্যাকে গণধর্ষণ করা হয় বলে দাবি করেছেন ওই যুবক। পুলিশ সুপার অশোক কুমার শুক্লা বলেছেন, ‘‘যুবকের ২টি অভিযোগের ধরন দেখে সন্দেহ হয়েছে। তবুও আমরা তদন্ত চালাচ্ছি।’’ লুট এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। কাইফ নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগে কাইফের সঙ্গে অভিযোগকারীর বচসা বেধেছিল। তার জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় সে রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version