সবুজায়নের উপর জোর আইপিএল-এর, ডট বলে চারাগাছ

আজ থেকে শুরু হয়েছে আইপিএল-এর প্লে-অফ ম‍্যাচ। আর এই প্লে-অফের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আজ থেকে শুরু হয়েছে আইপিএল-এর প্লে-অফের ম‍্যাচ। প্রথম ম‍্যাচেই মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। আর এই ম‍্যাচেই দেখা গেল এক বিশেষ দৃশ্য। প্লে-অফের প্রথম ম্যাচেই বোলারের প্রতিটি ডট বলের পাশে স্কোরবোর্ডে একটি করে গাছের ছবি দেখানো হচ্ছে। সবুজায়নের উপর বেশি জোর দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএল।

আজ থেকে শুরু হয়েছে আইপিএল-এর প্লে-অফ ম‍্যাচ। আর এই প্লে-অফের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল— এই চারটি ম্যাচে যতগুলি ডট বল হবে তার জন্য চারাগাছ লাগাবে আইপিএল। প্রতিটি ডট বলের জন্য ৫০০টি চারাগাছ লাগাবে আইপিএল। অর্থাৎ, একটি ম্যাচে যদি দু’ইনিংস মিলিয়ে ৫০টি ডট বল হয় তা হলে সেই ম্যাচের জন্য ২৫,০০০ চারাগাছ লাগাবে আইপিএল।

আরও পড়ুন:শুভমনের বোনের পাশে দিল্লি মহিলা কমিশন, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত