শুভমনের বোনের পাশে দিল্লি মহিলা কমিশন, কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

গিলের এই অসাধারণ ইনিংসের পর গোটা দেশ যখন তাঁর প্রশংসায় ব্যস্ত, তখন আরসিবি তথা কোহলি ভক্তরা বেছে নেন কটুক্তির পথ।

গত রবিবার আইপিএল-এর ম‍্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল। সেই ম‍্যাচে ব‍্যর্থ যায় বিরাট কোহলির শতরান। বিরাটের শতরানকে ছাপিয়ে শুভমনের ৫২ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস শেষ করে দেয় আরসিবির প্লে অফ খেলার স্বপ্ন। গিলের এই অসাধারণ ইনিংসের পর গোটা দেশ যখন তাঁর প্রশংসায় ব্যস্ত, তখন আরসিবি তথা কোহলি ভক্তরা বেছে নেন কটুক্তির পথ।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়াতে শুভমান গিল এবং তাঁর বোন শাহনীল গিলের উদ্দেশ্যে কটু কথা বলতে থাকেন আরসিবি সমর্থকরা। আর এবার এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে দিল্লি মহিলা কমিশন।

এই ঘটনার পরে দিল্লি মহিলা কমিশনে অভিযোগ করে শুভমন গিলের পরিবার। আর এই অভিযোগ পেয়ে দিল্লি মহিলা কমিশনের প্রধান বলেন,”শুভমনের বোনকে হেনস্থার ঘটনা খুবই দুঃখজনক। শুধু একটা খেলার উপর নির্ভর করে কাউকে এভাবে হেনস্থা করা যায় না। এর আগে বিরাট কোহলির ছোট্ট মেয়েকেও হেনস্থা করা হয়েছিল। তখনও আমরা পদক্ষেপ করেছিলাম। এবারও করব। এই ধরনের ঘটনা বরদাস্ত করব না।”

আরও পড়ুন:IPL-এ দিল্লির পরিকল্পনায় ক্ষু.ব্ধ গাভাস্কর, একহাত নিলেন সৌরভ-পন্টিংদের

 

Previous articleলিজ নেওয়ার জমির অধিকার পেতে নয়া নিয়ম, জমির বাজার দরের ১৫ শতাংশ টাকা দিতে হবে সরকারকে
Next articleসবুজায়নের উপর জোর আইপিএল-এর, ডট বলে চারাগাছ