নিওমোনিয়া নিয়ে কাঠমাণ্ডু হাসপাতালে ভর্তি পিয়ালী বসাক, জানাল পরিবার

এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চন্দননগরের পর্বতারোহী পিয়ালী বসাক। কিছুদিন আগেই মাকালু শৃঙ্গ জয় করেছিল চন্দননগর তথা হুগলি জেলার গর্ব পিয়ালী বসাক। আর শৃঙ্গ জয়ের পর নিচে নামার সময় অসুস্থ হয়ে চার নম্বর ক্যাম্পে আটকে পড়েছিলেন পিয়ালী। তারপর শেরপারা তাকে নামিয়ে আনেন। জানা গিয়েছে পায়ে তুষার ক্ষত সৃষ্টি হয়েছিল পিয়ালীর। এছাড়াও মস্তিষ্কে অক্সিজেনের অভাব হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

এরপর এজেন্সির মাধ্যমে পিয়ালীর পরিবার জানতে পারে তাকে সুস্থ ভাবে নামিয়ে আনা হয়েছে এবং সে কাঠমাণ্ডু হাসপাতালে চিকিৎসাধীন। এদিন পিয়ালীর বোন তমালি বসাক বলেন পিয়ালির পায়ের ক্ষতের জন্য হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিলো। সেই সময় তার নিওমোনিয়া ধরা পড়েছে যেটা চিন্তার বিষয়। তাই চিকিৎসার জন্য কাঠমান্ডু হাম্প হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এলাকার গর্ব পিয়ালীর অসুস্থতার খবর পাওয়ার পর উদ্বেগ বেড়েছে পিয়ালীর পরিবার ও চন্দননগরবাসীর মনে।

আরও পড়ুন- জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তি বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার

Previous articleজন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তি বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার
Next articleভূগোল পরীক্ষা দেওয়া হতো না, পৌঁছে দিয়েছিল কলকাতা পুলিশ, সেই মেয়ে মাধ্যমিকে স্কুল টপার