Saturday, January 10, 2026

দেউলিয়া অনুব্রত,সিবিআই-ইডি মিলিয়ে মোট ২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

Date:

Share post:

গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের ১২ কোটি টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।এর মধ্যে রয়েছে, বোলপুরের বিভিন্ন মৌজায় থাকা বিপুল পরিমাণ জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল সহ আরও অনেক কিছু।
বুধবার ইডি সূত্রে এই তথ্য জানানো হয়েছে।গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মোট ৪৮ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। তবে গোয়েন্দাদের অনুমান অনুব্রতর আরও বেনামি সম্পত্তি রয়েছে। যার খোঁজে তদন্ত জারি রেখেছেন তাঁরা।

ইডি সূত্রে জানা গিয়েছে, আদালতের কাছে অনুব্রতের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার মোট ১১ কোটি ৫৬ লক্ষ টাকা মূল্যের সম্পদ অ্যাটাচ করার জন্য আবেদন করো হয়েছিল। এর মধ্যে রয়েছে সম্পত্তি ও ব্যাঙ্কে আমানত করা নগদ। মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাচ করার আবেদন জানিয়েছিল ইডি। এছাড়া অনুব্রত হিসাবরক্ষক মণীশ কোঠারির ২৬ লক্ষ টাকা মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এর বাইরেও অনুব্রতর বিপুল বেনামি সম্পত্তি রয়েছে। আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে এই সম্পত্তি কিনেছিলেন তিনি। এরকম আরও অন্তত ১২ জনের ওপরে নজর রয়েছে ইডির।

অনুব্রত এখন তিহার জেলে রয়েছেন। বুধবার তাঁর জামিনের শুনানি আরও পিছিয়ে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১০ জুলাই হবে সেই শুনানি। কেষ্ট-কন্যা সুকন্যার জামিনের শুনানির দিন ধার্য হয়েছে ৯ অগস্ট। জেলে থাকা অবস্থাতেই কয়েকদিন আগে অনুব্রত আদালতে আর্জি জানিয়েছিলেন, ভোলে ব্যোম রাইস মিলের একটি অ্যাকাউন্ট যাতে ব্যবহার করতে দেওয়া হয়। নইলে সেখানকার কর্মীরা বেতন পাচ্ছেন না। তা তো হলই না, উল্টে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি।

এর আগে সিবিআই অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এবার ইডি করল প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি।ওয়াকিবহালমহলের মতে, সিবিআই ও ইডি অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করায় কার্যত দেউলিয়া হয়ে গেলেন তিনি। বোলপুরে নিচুপট্টির বাড়িটি অনুব্রতর পৈতৃকবাড়ি। সেখানে শরিকি ভাগ রয়েছে। ফলে সেই বাড়িতে হস্তক্ষেপ করেনি কেন্দ্রীয় এজেন্সি।সেই বাড়িটি বাদ দিয়ে আর কিছুই রইল না তাঁর, যা তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বড় ধাক্কা বলেই মত অনেকের।

 

spot_img

Related articles

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...