Saturday, November 22, 2025

মোদি সরকারের চরম বিরো.ধিতা, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেখানে যাবেন বলে আগে জানিয়েছিলেন মমতা। কিন্তু সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে যাবেন না তিনি।

মঙ্গলবার, দিল্লির (Delhi) অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রের বিরোধিতার আর্জি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kajriwal)। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagabant Maan)। সেখানেই রাজ্যসভায় এই বিলের বিরোধিতায় আপের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৃণমূলের তরফ থেকে টুইট করে জানানো হয়, ২৮ তালিখ সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনও অন্য ১৯টা দলের সঙ্গে বয়কট করছে তারা। সেই সময়ই বাংলার মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকর যোগদানের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সূত্রের খবর, ২৭ মে বৈঠককে যোগ দেবেন না মমতা।

আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন নীতি আয়োগের বৈঠকে তাঁকে সবার শেষে বলতে দেওয়া হয়। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “সূর্য না ডুবলে আমায় বলতে দেওয়া হয় না!” অভিযোগ করেছিলেন, বৈঠকে তাঁকে বিশেষ কিছু বলার সুযোগ দেওয়া হয় না। তবে, কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় গেলে বলেন সেটিং, না গেলে বলে কেন যায়নি। উনি ভাল জানেন কখন কোথায় যেতে হয়। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়।

 

 

 

spot_img

Related articles

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন।...

রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হল চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র (Rukhmini...

খালিদের দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! জল্পনা বাড়ালেন ইয়ান

জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই  ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের...