Sunday, August 24, 2025

কাশ্মীরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের রাস্তার ছবি! সোশ্যাল মিডিয়ায় হইচই

Date:

জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জম্মু কাশ্মীরে(Jammu Kashmir)। এই বিপুল মহাযজ্ঞে বিদেশী প্রতিনিধিদের সামনে ভারত সরকার(Indian Govt) তুলে ধরছে দেশের গরিমা। দেশ তথা কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থলগুলিকে তুলে ধরা হচ্ছে অতিথিদের সামনে। সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক প্রচার। আর সেখানেই ঘটল বিপত্তি। বাংলাদেশের(Bangladesh) একটি রাস্তার ছবি সোশ্যাল মিডিয়ায়(Social Media) দেখানো হল কাশ্মীরের বলে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যাওয়া অসাধারণ সুন্দর এই রাস্তার ছবিটি আসলে পড়শি দেশ বাংলাদেশের। ঝাউতলা পটুয়াখালি নামে একটি রাস্তার ছবিকে কাশ্মীরের বুলেভার্ড রোডের নাম দিয়ে প্রচার চলছে টুইটারে। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি দূর দূর পর্যন্ত কাশ্মীরের সঙ্গে এই ছবির কোনও যোগ নেই। বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালি নামে একটি ফেসবুক পেজ রয়েছে। সেখান থেকেই এই ছবিটি নেওয়া হয়েছে। এবং এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আকিব মির নামে এক মোদি ভক্ত। এমনকি ছবিটিকে কাশ্মীরের রাস্তা বলে দাবি করে টুইটে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডাকে ট্যাগও করেছেন।

পাশাপাশি, সম্প্রতি শ্রীনগরের বুলেভার্ড রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সের টহলরত ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট হয়েছে। তার সঙ্গেও মিল নেই আকিব মিরের টুইট করা ছবিটি। ফলে বুঝতে আর বাকি থাকে না, বিষয়টি ভুয়ো। তবে এহেন ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেশের বদনামের জন্য রীতিমতো তোপের মুখে পড়তে হয়েছে আকিব মিরকে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version