প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। বুধবার বেলা ১২টায় সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সকলকে ধন্যবাদ জানিয়ে উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করেন তিনি।। চলতি বছরে মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ ।পাশের হারে এগিয়ে মেয়েরাই।পাশের হারে এগিয়ে মেয়েরাই।ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।
আরও পড়ুন:আর কয়েকঘণ্টার অপেক্ষা!আজ বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

প্রথম হয়েছেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সরকার।তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। দ্বিতীয় হয়েছেন, বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। তৃতীয় স্থানে রয়েছেন, তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। সবমিলিয়ে এবছরের মেধা তালিকায় রয়েছেন মোট ৮৭ জন।

এদিন সংসদ সভাপতি সাংবাদিক সম্মেলনে জানান, এবছর প্রথমবার মার্কশিট ও সার্টিফিকেটে থাকছে কিউ আর কোড(QR Code)। সেই কোডের মধ্যেই থাকছে পরীক্ষার্থীদের একাধিক তথ্য। অর্থাৎ কোড স্ক্যান করলেই সহজেই বেরিয়ে আসবে তথ্যগুলি। কোডের মধ্যে থাকছে, পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইন্সটিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর ও গ্রেড।

চলতি বছরে ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। এবার প্রায় সাড়ে ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন। পরীক্ষা শেষ হবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
