Sunday, January 11, 2026

ভিড় দেখে ভয়! অভিষেকের জনসংযোগ যাত্রার বিরুদ্ধে এবার হাই কোর্টে শুভেন্দু

Date:

Share post:

‘তৃণমূলে জনজোয়ার’ কর্মসূচিতে বাংলার উত্তর থেকে চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর প্রত্যেকটি রোড শো-এ জনজোয়ার। আর তা দেখেই বোধহয় ভয় পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। প্রথমে এজেন্সি ব্যবহার করে সময় নষ্ট করিয়েছে BJP। এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়া নাকি জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক! ওই আবেদনের শুনানি ৭ জুন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে হতে পারে বলে আদালত সূত্রে খবর।

চলতি মাসে ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে রোড শো করেন অভিষেক। জনসুনামির চেহারা নেয় সেই রোড শো। অভিষককে এক ঝলক দেখতে রাস্তার দুধারে ভিড় জমান অসংখ্য মানুষ। শুধু মুর্শিদাবাদ নয়, যেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গিয়েছেন, সেখানেই জনপ্লাবন দেখা দেয়। আর বিজেপি নেতাদের ডাকা সভায় চেয়ার খালি পড়ে থাকে। লোক না থাকায় অমিত শাহের সভা পর্যন্ত বাতিল করতে হয়। ফলে পায়ের তলায় জমি না থাকা গেরুয়া শিবির এই জনজোয়ার দেখে আরও ভয় পেয়ে গিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। আর সেই থেকেই বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবীর তরফে হাই কোর্টে এই মামলা দায়ের করা।

২৪ এপ্রিল থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার থেকে যাত্রা শুরু করে এই মুহূর্তে পুরুলিয়া রয়েছেন অভিষেক। কথা ছিল টানা ৬০দিন রাস্তায় থাকবেন তিনি। বাড়ি ফিরবেন না। কিন্তু তার মধ্যেই যাত্রা ঠেকাতে মরিয়া বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে কাজ লাগিয়ে তাঁকে তলব করে। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থামিয়ে ফিরে আসেন অভিষেক। সাড়ে ৯ঘণ্টা তাঁকে জেরার নিটফল অশ্বডিম্ব। ফের আরও বেশি শক্তি নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এবার মামলা করে যাত্রা আটকানোর ষড়যন্ত্র করছে বিজেপি। তৃণমূল সাংসদ শান্তনু সেন সেন কটাক্ষ করে বলেন, কলতলার ঝগড়া হলেও মামলা করে শুভেন্দু। আসলে অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে জনপ্লাবন দেখে ভয় পেয়েই এই অভিযোগ বিজেপি নেতার।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...