Friday, January 9, 2026

সীমান্তে আস্ত গ্রাম তৈরির সিদ্ধান্ত চিনের! লালফৌজের নজরদারিতে চলছে নির্মাণ কাজ

Date:

Share post:

উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LOC) কাছে এবার গ্রাম বানাচ্ছে চিন (China)। ইতিমধ্যে, লাদাখ (Ladakh) থেকে শুরু করে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) পর্যন্ত ভারতীয় ভূখণ্ডে কিছুটা হলেও পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালফৌজ। আর এমন পরিস্থিতিতে উত্তরাখণ্ডে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১১ কিলোমিটার দূরে গ্রাম বানানোর পরিকল্পনা চিনের। ওই গ্রামে ইতিমধ্যে প্রায় ২৫০টি বাড়ি তৈরি করা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, এলএসি থেকে ৩৫ কিমি দূরে আরও আন্তত ৫০টি বাড়ি তৈরি করছে তারা। এই বিতর্কিত ভূখণ্ডে নির্মাণের কাজ চলছে পিপসল লিবারেশন আর্মি (Peoples Liberation Army) বা লালফৌজের নজরদারিতে।

পাশাপাশি লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৪০০টি গ্রাম বানানোর পরিকল্পনা রয়েছে বেজিংয়ের। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারত-ভূটান-চিন সংযোগে ডোকলাম নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আর তারপর থেকেই ওই এলাকায় সড়ক বানাতে চাইছিল চিনা সেনা। তবে গতবছর স্যাটেলাইট সূত্রে পাওয়া ছবিতে দেখা যায় ডোকলামের ৯ কিলোমিটার পূর্বে একটি আস্ত গ্রাম তৈরি করেছে চিন। এদিকে ভারতের সঙ্গে নিয়ন্ত্রণরেখা বরাবর সড়ক বানানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। সীমান্তে শান্তি ফেরাতে দফায়-দফায় দু’দেশের মধ্যে আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০২১ সালে এক সর্বভারতীয় টেলিভিশন চ্যানেল দাবি করে, উত্তর-পূর্বে অরুণাচল প্রদেশে ধীরে ধীরে থাবা বসাচ্ছে লালফৌজ। এই বছরের জানুয়ারি মাসে রাজ্যের উত্তর সুবনসিরি জেলায় চিনা অনুপ্রবেশের অভিযোগ সামনে আসে। ওই টেলিভিশন চ্যানেল তাদের রিপোর্টে দাবি করেছিল, ভারতীয় ভূখণ্ডের চার কিলোমিটার ভিতরে ঢুকে এসে তাসরি চু নদীর তীরে গ্রাম তৈরি করেছে চিন। সেই সময় প্রকাশিত এক উপগ্রহ চিত্রকে প্রকাশ্যে এনে, ওই চ্যানেল দাবি করেছিল ওই এলাকায় ১০০-র বেশি বাড়ি তৈরি করেছে চিন সেনা।

 

 

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...