Wednesday, January 21, 2026

ফের সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল ইডি

Date:

Share post:

এবার ফের সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটিশ পাঠাল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাকে তলব করা হয়েছে। হদিশ পাওয়া তিনটি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে, খবর ইডি সূত্রে।

জানা গিয়েছে, ৩০ মে সুজয়কৃষ্ণকে ডাকা হয়েছে। এর আগে সুজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযান চলে তাঁর দফতরেও। ইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু নথিও মেলে সেই তল্লাশি অভিযান থেকে। এরপরই আবার তাঁকে ডেকে পাঠাল ইডি। এ সংক্রান্ত নোটিশ ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের কাছে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। সুজয়কৃষ্ণের কথা প্রথম শোনা গিয়েছিল তাপস মণ্ডলের মুখে। তার আগে গোপাল দলপতির কথায় ইঙ্গিত মিলেছিল এই কালীঘাটের কাকু সম্পর্কে। এরপর নিয়োগকাণ্ডে একাধিক ধৃতের মুখ থেকে সুজয়কৃষ্ণের নাম উঠে আসে। তবে কে এই সুজয়কৃষ্ণ তা নিয়ে নানা মহলে যথেষ্ট আগ্রহ ছিল। এরপরই সংবাদমাধ্যমের সামনে আসেন তিনি।

নিয়োগকাণ্ডে এই সুজয়কৃষ্ণের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সিবিআই ডেকে পাঠিয়েছিল তাঁকে। জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। এরপরই কিছুদিন আগে ইডি হানা দেয় তাঁর বেহালার বাড়ি ‘রাধারাণী’তে। প্রায় ১৫ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

 

spot_img

Related articles

জাতীয় ডিজিটাল মঞ্চে স্বীকৃত বাংলার শিক্ষা পোর্টাল: তথ্য় পেশ মুখ্যমন্ত্রীর

আরও এক পালক যুক্ত হল রাজ্যের শিক্ষা দফতরের মুকুটে। ই-লার্নিং এবং ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হল...

DGP নিয়োগে ৪৮ ঘণ্টার মধ্যে নামের প্রস্তাব UPSC-কে পাঠাতে হবে: রাজ্যকে নির্দেশ CAT-এর

রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) নিয়োগ নিয়ে নির্দেশ দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ৪৮ ঘণ্টার...

ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট...

AI-এর বাড়বাড়ন্তের সঙ্গে বাড়বে আর্থিক মন্দা: আশঙ্কা বিশ্ব অর্থ তহবিল IMF-এর

গোটা বিশ্বের ঝোঁক যত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দিকে বাড়ছে, তাতে গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকে যাবে, আশঙ্কা...