Saturday, August 23, 2025

অসুস্থ আপ নেতা সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত

Date:

অসুস্থ আপ(AAP) নেতা সত্যেন্দ্র জৈনকে(Satyendra Jain) অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার সকালে আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জন্য জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার জেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল জৈনকে। এরপর শুক্রবার জামিন পেলেন তিনি।

গত কয়েকদিন ধরেই সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতির কথা প্রকাশ্যে আসছিল। গত সোমবার জেলের শৌচাগারে পড়ে যান তিনি। যার জেরে ভর্তি হতে হয় হাসপাতালে। বৃহস্পতিবার ফের পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান সত্যেন্দ্র। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয়। উল্লেখ্য, গত বছরের ৩০ মে আর্থিক তছরুপের মামলায় সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়। সেই থেকেই তিহাড় জেলে রয়েছেন তিনি। জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থতার কথা জানিয়েছিলেন সত্যেন্দ্র। মাঝে অবসাদের কথা জানানোর পর জেলে সঙ্গীর ব্যবস্থা করেছিল কারা কর্তৃপক্ষ। ওই ঘটনায় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারিন্টেন্ডেন্টকে শোকজ করা হয়। তবে এভাবে পরপর দুবার জেলের মধ্যে পড়ে গিয়ে আহত হওয়ায় জেলের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন সত্যেন্দ্র জৈন। দিল্লি হাই কোর্টে আর্থিক তছরূপ মামলায় জামিনের আবেদন খারিজ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ হয়ে গেলেও শুক্রবার সত্যেন্দ্র জৈনকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version