Sunday, November 16, 2025

অসুস্থ আপ নেতা সত্যেন্দ্র জৈনকে অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত

Date:

অসুস্থ আপ(AAP) নেতা সত্যেন্দ্র জৈনকে(Satyendra Jain) অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার সকালে আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জন্য জামিন পেলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার জেলে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল জৈনকে। এরপর শুক্রবার জামিন পেলেন তিনি।

গত কয়েকদিন ধরেই সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতির কথা প্রকাশ্যে আসছিল। গত সোমবার জেলের শৌচাগারে পড়ে যান তিনি। যার জেরে ভর্তি হতে হয় হাসপাতালে। বৃহস্পতিবার ফের পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান সত্যেন্দ্র। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভরতি করা হয়। উল্লেখ্য, গত বছরের ৩০ মে আর্থিক তছরুপের মামলায় সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়। সেই থেকেই তিহাড় জেলে রয়েছেন তিনি। জেলবন্দি হওয়ার পর থেকেই অসুস্থতার কথা জানিয়েছিলেন সত্যেন্দ্র। মাঝে অবসাদের কথা জানানোর পর জেলে সঙ্গীর ব্যবস্থা করেছিল কারা কর্তৃপক্ষ। ওই ঘটনায় তিহাড়ের ৭ নম্বর জেলের সুপারিন্টেন্ডেন্টকে শোকজ করা হয়। তবে এভাবে পরপর দুবার জেলের মধ্যে পড়ে গিয়ে আহত হওয়ায় জেলের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন সত্যেন্দ্র জৈন। দিল্লি হাই কোর্টে আর্থিক তছরূপ মামলায় জামিনের আবেদন খারিজ করার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ হয়ে গেলেও শুক্রবার সত্যেন্দ্র জৈনকে ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version